ঢাকা, রবিবার, জানুয়ারী ১১, ২০২৬ | ২৮ পৌষ ১৪৩২
Logo
logo

ইরানে বিক্ষোভে আগুন! নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি মাঠে নামার ডাক দিলেন, ধর্মঘটের আহ্বান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম

ইরানে বিক্ষোভে আগুন! নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি মাঠে নামার ডাক দিলেন, ধর্মঘটের আহ্বান

ইরানের চলমান আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি বিক্ষোভকারীদের আরও দুই রাত রাস্তায় থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে শহরের কেন্দ্রস্থল দখল করা এবং জ্বালানি ও পরিবহন খাতের শ্রমিকদের দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ও শুক্রবার লাখ লাখ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করায় আন্দোলনকারীদের সাহস আর ধৈর্যের প্রশংসা করেছেন পাহলভি। তিনি বলেন, এত বড় জনসমাগম ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বের হুমকির জবাবে একটা শক্ত বার্তা দিয়েছে। তার ভাষায়, এই বিক্ষোভের মাত্রা শাসকদের নড়বড়ে করে দিয়েছে এবং তাদের নিরাপত্তা ব্যবস্থাকে কার্যত ভেঙে ফেলেছে।

পাহলভির মতে, আন্দোলনের পরের ধাপে রাস্তায় টেকসই উপস্থিতি আর অর্থনৈতিক চাপ—এই দুই কৌশলের ওপর জোর দিতে হবে। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষ রাস্তায় থাকলে ইসলামী প্রজাতন্ত্রের ওপর বড় অর্থনৈতিক চাপ তৈরি হবে।

নির্বাসিত যুবরাজ শনিবার ও রবিবার সন্ধ্যা ৬টা থেকে আবার রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। এ সময় জাতীয় পতাকা, প্রতীক ও ছবি নিয়ে জনসাধারণের স্থানগুলো পুনরুদ্ধারের ডাক দেন তিনি। পাশাপাশি ইরানি জনগণের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

উল্লেখ্য, রেজা পাহলভি ১৯৬০ সালের অক্টোবরে তেহরানে জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লব পর্যন্ত তিনি ইরানের সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন। বিপ্লবে তার বাবা ক্ষমতাচ্যুত হলে সপরিবারে দেশ ছাড়তে বাধ্য হন। এরপর থেকে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তিনি।