এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ পিএম

উত্তর কোরিয়ার আকাশসীমায় ড্রোন অনুপ্রবেশের ঘটনায় সিউলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং। তিনি এই ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দাবি করেছেন এবং ভবিষ্যতে এমনটা ঘটলে 'ভয়াবহ পরিণতি' হবে বলে সতর্ক করেছেন।
সম্প্রতি পিয়ংইয়ং দাবি করেছে, দক্ষিণ কোরিয়ার ড্রোন তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। এই অভিযোগের পর দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন গিউ-বেক তাদের সামরিক বাহিনীর কোনো সম্পৃক্ততা অস্বীকার করেন। এর পরই এই কড়া প্রতিক্রিয়া এলো উত্তর কোরিয়ার পক্ষ থেকে।
রাষ্ট্রীয় সংবাদসংস্থা কেসিএনএ’র মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, "দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে দায় অস্বীকার করে একটি 'বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত' নিয়েছে। কিন্তু শুধু অস্বীকার করলেই শেষ নয়, তাদের ব্যাখ্যা করতে হবে—দক্ষিণ সীমান্ত পেরিয়ে কীভাবে ড্রোনটি উত্তর কোরিয়ায় প্রবেশ করল।"
তিনি আরও দাবি করেন, উদ্ধার করা ড্রোনের ভিডিও ফুটেজে উত্তর কোরিয়ার একটি ইউরেনিয়াম খনি, বর্তমানে বন্ধ থাকা কায়সং যৌথ শিল্পাঞ্চল এবং সীমান্তরক্ষী বাহিনীর বিভিন্ন স্থাপনার ছবি পাওয়া গেছে।
কিম ইয়ো জং স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, "ভবিষ্যতে দক্ষিণ কোরিয়া যদি আবার এ ধরনের উসকানিমূলক কাজ করে, তবে তার ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।"
তিনি আরও একটি চমকপ্রদ সতর্কবার্তা দেন। তিনি বলেন, "যদি সিউল এই ঘটনাকে কোনো বেসামরিক সংগঠনের কাজ বলে দাবি করে দায় এড়াতে চায়, তাহলে উত্তর কোরিয়ার বেসামরিক সংগঠনগুলোও দক্ষিণ কোরিয়ার আকাশে অসংখ্য ড্রোন পাঠানো শুরু করবে।"
এই বিবৃতি দুটি দেশের মধ্যকার উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। এখন দেখার বিষয়, দক্ষিণ কোরিয়া কীভাবে উত্তর কোরিয়ার এই চ্যালেঞ্জ ও হুমকির জবাব দেয়।