এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ পিএম

ইউক্রেন এবার রাশিয়ার গভীরে আঘাত হানল! কাস্পিয়ান সাগরে রাশিয়ার তিনটি তেল উত্তোলন স্থাপনায় একযোগে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। একই দিনে রাশিয়ার ভোরোনেজ শহরেও আলাদা ড্রোন হামলা হয়েছে। রোববার এই সব হামলা একসঙ্গে চালানো হয়েছে।
ভোরোনেজ অঞ্চলের গভর্নর আলেক্সান্ডার গুসেভ জানিয়েছেন, ড্রোন হামলায় একজন নারী নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত। শহরের আকাশে অনেক ড্রোন ভূপাতিত করা হলেও দুর্ভাগ্যজনকভাবে হতাহতের ঘটনা এড়ানো যায়নি।
এদিকে কাস্পিয়ান সাগরের তেল স্থাপনাগুলোতে কতটা ক্ষতি হয়েছে, তা এখনো পুরোপুরি জানা যায়নি।
ইউক্রেনের স্পেশাল অপারেশনস ফোর্সেস (এসএসও) এই হামলার ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে – রাতের অন্ধকারে তিনটি বিস্ফোরকবাহী ড্রোন কাস্পিয়ান সাগরের দিকে উড়ে যাচ্ছে এবং রাশিয়ার বড় তেল কোম্পানি লুকওইলের তিনটি ড্রিলিং প্ল্যাটফর্মে সরাসরি আঘাত করছে।
হামলার টার্গেট ছিল এই তিনটি তেল রিগ: ভি. ফিলানোভস্কি, ইউরি কোরচাগিন এবং ভ্যালেরি গ্রাইফার।
ইউক্রেনের জেনারেল স্টাফ এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, তেল স্থাপনাগুলোতে সরাসরি আঘাত লেগেছে। তবে পুরো ক্ষয়ক্ষতির হিসাব এখনো যাচাই-বাছাই চলছে।
কিয়েভের দাবি – এই কাস্পিয়ান সাগরের তেল-গ্যাস স্থাপনাগুলো রাশিয়ার যুদ্ধ চালানোর জন্য সরাসরি সাহায্য করছে। তাই এগুলোকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে দেখা হচ্ছে। রাশিয়ার যুদ্ধক্ষমতা কমাতে ইউক্রেন সম্প্রতি দেশটির জ্বালানি অবকাঠামোর ওপর হামলা অনেক বাড়িয়ে দিয়েছে।
এর আগেই রাশিয়া ইউক্রেনজুড়ে বড় বড় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে কিয়েভের বিদ্যুৎ ও তাপ সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শীতের এই ভয়ানক সময়ে হাজার হাজার মানুষ বিদ্যুৎ ও গরম থেকে বঞ্চিত। পরিস্থিতি এতটাই খারাপ যে কিয়েভের মেয়র বাসিন্দাদের সাময়িকভাবে রাজধানী ছেড়ে নিরাপদ জায়গায় চলে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন।