এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ পিএম

ইরান যুদ্ধ চায় না, তবে যেকোনো পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত—এমন স্পষ্ট বার্তা দিয়েছে দেশটির সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের পরই এই কড়া অবস্থান জানাল তেহরান।
সোমবার ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব আলোচনায় বসতে আগ্রহ দেখাচ্ছে। ট্রাম্পের এই মন্তব্যের প্রতিক্রিয়াতেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির বক্তব্য সামনে আসে।
তেহরানে আয়োজিত এক বিদেশি রাষ্ট্রদূত সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আব্বাস আরাঘচি বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান যুদ্ধ চায় না। কিন্তু যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, আমরা তার জন্য পুরোপুরি প্রস্তুত।” রাষ্ট্রীয় টেলিভিশনে এই বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয়।
একই সঙ্গে তিনি জানান, ইরান আলোচনার পথ বন্ধ করছে না। তবে তার ভাষায়, “যেকোনো আলোচনা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে, সমান অধিকার এবং পারস্পরিক সম্মানের পরিবেশে।”
বিশ্লেষকদের মতে, যুদ্ধ না চাওয়ার বার্তা দেওয়ার পাশাপাশি পূর্ণ প্রস্তুতির ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর ওপর কৌশলগত চাপ তৈরি করতে চাইছে তেহরান। এতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও জটিল রূপ নিতে পারে বলেও মনে করছেন তারা।