এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ পিএম

ইরানের চলমান তীব্র বিক্ষোভকে সরাসরি 'স্বাধীনতার সংগ্রাম' বলে অভিহিত করে বিক্ষোভকারীদের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছে ইসরায়েল। শুধু তাই নয়, তারা ইরানের বর্তমান ইসলামি সরকারকে উৎখাতের ইঙ্গিত দিয়ে সম্ভাব্য সামরিক হামলার বার্তাও দিচ্ছে।
রোববার (১১ জানুয়ারি) ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার এক্স (সাবেক টুইটার)-এ একটি ভিডিও বার্তা পোস্ট করেন। তাতে তিনি বলেন, "আমরা ইরানি জনগণের স্বাধীনতার সংগ্রামে পূর্ণ সমর্থন জানাই এবং তাদের সফলতা কামনা করি।"
তিনি আরও বলেন, "ইরানি জনগণ স্বাধীনতার যোগ্য। তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আমাদের মূল সমস্যা ইরানের শাসনব্যবস্থা—যা পুরো অঞ্চল ও আন্তর্জাতিক সমাজের জন্য হুমকি। এই শাসনই সন্ত্রাসবাদ ও চরমপন্থার প্রধান রপ্তানিকারক।"
প্রসঙ্গত, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া ইরানের বিক্ষোভ দ্রুতই ১৯৭৯ সালের বিপ্লবের পর ক্ষমতায় থাকা ধর্মতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ব্যাপক আন্দোলনে রূপ নিয়েছে।
এদিকে, ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা আলাদা বিবৃতিতে জানান, ইসরায়েলি সেনাবাহিনী ইরানের পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। তিনি বলেন, প্রতিরক্ষামন্ত্রী সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং সামরিক সক্ষমতা বাড়ানো হচ্ছে। "প্রয়োজনে শক্ত হাতে জবাব দিতে আমরা প্রস্তুত," বলেন তিনি।
অন্যদিকে, ইরান দাবি করে আসছে, এই বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো উসকানি দিচ্ছে এবং দেশটির জাতীয় ঐক্য ভাঙার চেষ্টা করছে। ইরানীয় কর্মকর্তারা এমনকি দাবি করেছেন যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদও এই বিক্ষোভে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এখন পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। ইসরায়েলের এই প্রকাশ্য সমর্থন ও হুমকি ইরানে বিক্ষোভ আরও উত্তপ্ত করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। পাশাপাশি, ইসরায়েল-ইরান বিরোধের নতুন মাত্রা যোগ হতে পারে।