এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৬, ০৪:০১ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে হবে, নাকি শ্রীলঙ্কায়—এই প্রশ্নে এখনো পুরোপুরি জট কাটেনি। এর মধ্যেই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের একটি বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দেয়। তিনি জানান, মোস্তাফিজুর রহমান খেললে নিরাপত্তাঝুঁকি বাড়তে পারে—এমন তথ্য উল্লেখ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিরাপত্তা বিভাগ একটি চিঠি পাঠিয়েছে। তবে বিষয়টি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি পরিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা জানিয়েছে, ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসিকে পাঠানো ভেন্যু পরিবর্তনের চিঠির সঙ্গে সম্পর্কিত নয়।
আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের আসিফ নজরুল বলেন, আইসিসির নিরাপত্তা বিভাগের পাঠানো এক চিঠিতে তিনটি বিষয় তুলে ধরা হয়েছে। প্রথমত, বাংলাদেশ দলে মোস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করা। দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকদের জাতীয় দলের জার্সি পরে ভারতে চলাফেরা করা। আর তৃতীয়ত, বাংলাদেশের জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই নিরাপত্তাঝুঁকি বাড়তে পারে। এই তিন কারণ দেখিয়েই ভারতে বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলা ঝুঁকিপূর্ণ হতে পারে বলে আইসিসি জানিয়েছে বলে দাবি করেন তিনি।
তবে কয়েক ঘণ্টা পর বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, ক্রীড়া উপদেষ্টার বক্তব্যের সঙ্গে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধপত্রের কোনো সম্পর্ক নেই। বিসিবির পাঠানো চিঠির জবাব হিসেবে এসব কথা বলা হয়নি। ভেন্যু পরিবর্তন নিয়ে এখনো আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বোর্ড।
বিসিবি আরও ব্যাখ্যা করে জানায়, যেকোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরুর আগে আইসিসি অংশগ্রহণকারী দেশগুলোর বোর্ডকে আয়োজক দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন পাঠায়। এর মধ্যে নিরাপত্তা বিষয়ক তথ্যও থাকে। ক্রীড়া উপদেষ্টার বক্তব্যের পর এই জায়গাটিতেই বিভ্রান্তি তৈরি হয়।
পরে উপপ্রেস সচিব আজাদ মজুমদার বিষয়টি পরিষ্কার করেন। নিজের অফিশিয়াল ফেসবুক পোস্টে তিনি লেখেন, যুব ও ক্রীড়া উপদেষ্টা আইসিসির নিরাপত্তাসংক্রান্ত একটি আন্তঃবিভাগীয় তদন্ত প্রতিবেদনের তিনটি পয়েন্টের কথা বলেছেন। তবে ভারত থেকে বাংলাদেশ ম্যাচ সরানোর যে অনুরোধ করা হয়েছে, তার সঙ্গে এই তিন পয়েন্টের কোনো সম্পর্ক নেই।
মোস্তাফিজুর রহমানকে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই নিরাপত্তা ইস্যুটি জোরালো হয়ে ওঠে। একজন ক্রিকেটারকেই যখন নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, তখন পুরো বাংলাদেশ দলকে কীভাবে নিরাপত্তা দেওয়া হবে—এই প্রশ্ন তুলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটসহ অনেকে।
এরই মধ্যে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, কলকাতা ও মুম্বাইয়ের বদলে বাংলাদেশের ম্যাচগুলো তিরুবনন্তপুরম ও চেন্নাইয়ে আয়োজনের কথা ভাবা হচ্ছে। নিরাপত্তা ইস্যুতে আইসিসির কাছে বিসিবি দুই দফা চিঠি পাঠালেও দ্বিতীয় চিঠির জবাব এখনো আসেনি। এর আগে সিলেটে সাংবাদিকদের বিসিবি সভাপতি জানিয়ে দেন, ভারতে খেলতে না যাওয়ার অবস্থানে তারা এখনো অনড়।