এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৬, ০৫:০১ পিএম

ইরানে ক্রমবর্ধমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগ করতে নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (১২ জানুয়ারি) ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে এই নিরাপত্তা সতর্কতা জারি করে।
এই নির্দেশনা এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র তেহরানের ওপর বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমনপীড়ন বন্ধের জন্য চাপ বাড়াচ্ছে। একই সঙ্গে এ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি সরকারের বিরুদ্ধে সামরিক হামলার হুমকিও দিয়েছেন।
কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজ জানায়, ইরানের জন্য পরিচালিত যুক্তরাষ্ট্রের ‘ভার্চুয়াল অ্যাম্বাসি’ ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় স্পষ্টভাবে বলা হয়েছে—‘এখনই ইরান ত্যাগ করুন।’
সতর্কবার্তায় আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার ওপর নির্ভর না করে ইরান ছাড়ার জন্য নিজস্ব পরিকল্পনা তৈরি রাখুন।’
যেসব মার্কিন নাগরিক কোনো কারণে ইরান ছাড়তে পারছেন না, তাদের নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে খাদ্য ও অন্যান্য জরুরি সামগ্রী মজুত রাখা এবং আশপাশের পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখার নির্দেশনা দেওয়া হয়।
ভ্রমণের ক্ষেত্রে আর্মেনিয়া, তুরস্ক ও তুর্কমেনিস্তানের সীমান্ত ব্যবহার করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি আফগানিস্তান, ইরাক ও পাকিস্তান হয়ে যাতায়াত এড়িয়ে চলতে বলা হয়েছে।
এই সতর্কতাকে ইরান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগেরই প্রতিফলন হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।