এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৬, ০৫:০১ পিএম

অভিবাসন দমনে অতিরিক্ত কঠোর ও বেআইনি পদক্ষেপ নেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে মিনেসোটা রাজ্য। মিনিয়াপোলিসে গত সপ্তাহে এক অভিবাসনবিরোধী বিক্ষোভে একজন নারী বিক্ষোভকারীর ফেডারেল এজেন্টের গুলিতে নিহত হওয়ার ঘটনার পরই এই মামলার পথে হেঁটেছে রাজ্যটি।
মিনেসোটার অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন এ মামলার ঘোষণা দিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে রাজ্যে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বিপুলসংখ্যক অভিবাসন কর্মকর্তা মোতায়েন করা হয়েছে, যা স্থানীয় জননিরাপত্তাকেই আরও ঝুঁকিতে ফেলেছে। তার দাবি, কম প্রশিক্ষণপ্রাপ্ত এবং অতিরিক্ত আক্রমণাত্মক মনোভাবাপন্ন এসব সশস্ত্র এজেন্ট রাজ্যের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছেন।
এক সংবাদ সম্মেলনে এলিসন সরাসরি অভিযোগ করেন যে, মিনেসোটার বৈচিত্র্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং ফেডারেল সরকারের সাথে মতপার্থক্যের কারণেই রাজ্যটিকে ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হচ্ছে। তিনি বলেন, "এটা সংবিধান এবং ফেডারেল আইনের স্পষ্ট লঙ্ঘন। বাস্তবে এটা রাজ্যের ওপর একটি ফেডারেল আক্রমণ।"
এদিকে, মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রেও একই সুরে অভিযোগ করেন। তিনি বলেন, ডেমোক্র্যাট নেতৃত্বাধীন একটি রাজ্য হওয়ায় মিনেসোটাকে বিশেষভাবে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। তিনি ট্রাম্প প্রশাসনের এই কঠোর অভিবাসন নীতির তীব্র নিন্দা জানান।
এই আইনি লড়াইয়ের মাধ্যমে মিনেসোটা ট্রাম্প প্রশাসনের বিতর্কিত অভিবাসন নীতির বিরুদ্ধে একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।