এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৬, ০৫:০১ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের কয়েক দিনের মধ্যেই এক তরুণীকে ধর্ষণের দায়ে যুক্তরাজ্যে সাত বছরের কারাদণ্ড পেয়েছেন এক রাজনৈতিক আশ্রয়প্রার্থী যুবক। দণ্ডপ্রাপ্তের নাম মেহমেত ওগুর (২৭)। স্ট্যাফোর্ডশায়ারের ট্যামওর্থ শহরের একটি পার্কে ১৮ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। খবর বিবিসির।
স্ট্যাফোর্ড ক্রাউন কোর্টে শুনানিতে জানানো হয়, গত বছরের জানুয়ারিতে একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপে পরিচয়ের পর ওই তরুণীর সঙ্গে দেখা করতে যান ওগুর। ট্যামওর্থ শহরকেন্দ্রের কাছে নিরিবিলি একটি পার্কে সাক্ষাতের সময় শুরুতে দুজনের মধ্যে সম্মতিতে আলিঙ্গন ও চুম্বনের ঘটনা ঘটে। এরপর হঠাৎ করেই তরুণীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন তিনি।
আদালতে বলা হয়, হামলার সময় তরুণী বারবার তাকে থামতে অনুরোধ করেন এবং নিজেকে মুক্ত করার চেষ্টা করেন। চিৎকার শোনার পরও ওগুর হামলা চালিয়ে যান।
সোমবার প্রকাশিত বিবিসির প্রতিবেদনে ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়। এতে আদালতে উপস্থাপিত ভুক্তভোগীকে পাঠানো একাধিক বার্তার কথাও উল্লেখ করা হয়। এক বার্তায় ওগুর লেখেন, ‘আমি সত্যিই দুঃখিত। আমি এটা করতে চাইনি, কিন্তু নিজেকে থামাতে পারিনি।’ আরেকটি বার্তায় তিনি লেখেন, ‘তোমার সঙ্গে জোর করে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করার জন্য আমি দুঃখিত।’
ওগুর নিজেকে নির্দোষ দাবি করে বলেন, গুগল ট্রান্সলেট ব্যবহারের কারণে বার্তাগুলোর অর্থ বদলে গেছে। তবে আদালত তার এই ব্যাখ্যা গ্রহণ করেননি। গত গ্রীষ্মে জুরি বোর্ড তাকে ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত করে।
আদালতে আরও জানানো হয়, ওগুর তুরস্কের কুর্দি সম্প্রদায়ের সদস্য। ধর্ষণের কয়েক সপ্তাহ আগে তিনি ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করেন এবং ঘটনার সময় ট্যামওর্থের একটি হোটেলে বসবাস করছিলেন।
রায় ঘোষণার সময় বিচারক জন এডওয়ার্ডস বলেন, যুক্তরাজ্যে ওগুরের ভবিষ্যৎ অবস্থান নিয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আদালত নয়।
সাজা ঘোষণার আগে আদালতে পাঠ করা এক বিবৃতিতে ভুক্তভোগী তরুণী বলেন, এই হামলা তার জীবন পুরোপুরি বদলে দিয়েছে। তিনি বলেন, ‘আমি জানি না, আমি কখনোই এটা কাটিয়ে উঠতে পারব কি না। সে আমাকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে।’
তিনি আরও যোগ করেন, ‘প্রায় এক বছর হয়ে গেছে, কিন্তু এখনো মনে হয় ঘটনাটা গতকালই ঘটেছে।’