ঢাকা, মঙ্গলবার, জানুয়ারী ১৩, ২০২৬ | ৩০ পৌষ ১৪৩২
Logo
logo

ট্রাম্পকে এখনই ইরান হামলা না করার পরামর্শ দিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৬, ০৫:০১ পিএম

ট্রাম্পকে এখনই ইরান হামলা না করার পরামর্শ দিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এখনই ইরানে হামলা না করার পরামর্শ দিয়েছেন।

গত দুই সপ্তাহ ধরে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। ওই বিক্ষোভে ট্রাম্প ও তার প্রশাসন প্রকাশ্য সমর্থন জানিয়েছে। তেহরানের বিক্ষোভ দমনমূলক পদক্ষেপও মার্কিন পক্ষকে সন্তুষ্ট করতে পারেনি। এর মধ্যেই যুক্তরাষ্ট্রে আলোচনা হয়েছে, ইরানের উদ্ভূত পরিস্থিতিতে কীভাবে হস্তক্ষেপ করা যেতে পারে, সামরিক বিকল্পগুলো কী হতে পারে এবং কূটনৈতিকভাবে চাপ প্রয়োগের পথ। সামরিক পদক্ষেপের সম্ভাবনাও বাতিল করা হয়নি। পাশাপাশি ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েছেন, যারা ইরানের সঙ্গে বাণিজ্য করবে তাদের ওপর শুল্ক আরোপ করা হবে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তা ট্রাম্পকে পরামর্শ দেন যাতে এখনই ইরানে সরাসরি হামলা না করা হয়। হামলার আগে কূটনৈতিক ও কৌশলগত বিকল্পগুলো যাচাই করার প্রস্তাব আসে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও একই পরামর্শ দেন। এরপর হোয়াইট হাউসে শুরু হয় কূটনৈতিক ও সামরিক বিকল্পগুলোকে মিশিয়ে পরিস্থিতি মূল্যায়ন।

ভ্যান্সের মুখপাত্র উইলিয়াম মার্টিন জানিয়েছেন, “ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রেসিডেন্টের কাছে সম্ভাব্য সকল বিকল্প তুলে ধরেন। কূটনৈতিক পদক্ষেপ থেকে শুরু করে সামরিক বিকল্প সবই আলোচনা করা হয়। এখানে কোনো পক্ষপাতিত্ব ছিল না।”

সোমবার ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপ পিছিয়ে আসার আভাস পাওয়া গিয়েছিল। ট্রাম্প জানান, ইরান তাকে ফোন করে সমঝোতার বার্তা পাঠিয়েছে এবং ইরানের নেতৃত্বের সঙ্গে একটি বৈঠকও আয়োজনের পরিকল্পনা করছেন। হোয়াইট হাউসের প্রেসসচিব ক্যারোলিন লেভিট বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প সকল বিকল্পকে টেবিলে খোলা রাখেন। সেই বিকল্পগুলোর মধ্যে বিমান হামলাও একটি।”