এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৪ জানুয়ারী, ২০২৬, ০৫:০১ পিএম

অস্ট্রেলিয়ার অষ্টি-বিশ্বকাপজয়ী কিংবদন্তি ক্রিকেটার অ্যালিসা হিলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছেন। আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া ভারতের বিরুদ্ধে ঘরের মাঠের সিরিজটিই হবে তার শেষ। এরপরই তিনি ব্যাট-প্যাড গুছিয়ে রাখবেন।
অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের এই অধিনায়ক স্বীকার করেছেন, গত কয়েক মাস ধরে তিনি চোটের সঙ্গে লড়াই করছেন, যা তার জন্য মানসিকভাবে বেশ ক্লান্তিকর হয়ে উঠেছে। এই বছর ইংল্যান্ডে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেওয়ার পর, হিলি স্থির করেছেন যে অস্ট্রেলিয়ার জন্য অন্যতম 'বড় একটি সিরিজ' খেলেই তিনি ক্রিকেটকে বিদায় দেবেন।
'উইলোটক ক্রিকেট পডকাস্ট'-এ হিলি বলেন, "আমি এই খবরটি শেয়ার করার জন্য এই পডকাস্টকেই বেছে নিয়েছি। আজ আমি আনুষ্ঠানিকভাবে জানাচ্ছি, ভারত সিরিজের শেষেই আমি ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। দয়া করে আমাকে কাঁদাবেন না। সিদ্ধান্তটা সহজ ছিল না, কিন্তু কোনো এক সময় তো নিতেই হতো।"
হিলি মজা করে যোগ করেন, তার স্বামী ও অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক সম্প্রতি গল্ফে 'হোল-ইন-ওয়ান' করেছেন, তাই তাকে হারানোর জন্য এখন পুরো সময় গল্ফ খেলায় দিতে হবে।
৩৪ বছর বয়সী এই ক্রিকেটার মানসিক ক্লান্তির বিষয়টি ব্যাখ্যা করে বলেন, "এটা অনেকদিন ধরেই আমার মাথায় ঘুরছিল। আমার মনে হয় গত কয়েক বছর মানসিকভাবে বেশি ক্লান্তিকর ছিল। বেশ কিছু চোটও ছিল। বারবার নিজের সর্বোচ্চটা দিতে হয়েছে। কিন্তু সেই মানসিক শক্তি ধীরে ধীরে কমে আসছিল। ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে শেষ করার সুযোগ পাওয়াটা দারুণ। কারণ, আমাদের কাছে এটা অন্যতম বড় সিরিজ। সতীর্থ এবং পরিবারের সামনে ক্রিকেট জীবন শেষ করতে পারাটা সত্যিই বিশেষ কিছু হবে। ভারতে বিশ্বকাপ জিতে শেষ করতে পারলে ভালো হতো, কিন্তু ঘরের মাঠে শেষ করাটাও দুর্দান্ত হবে।"
ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। এই সফরে রয়েছে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ এবং একটি টেস্ট ম্যাচ।
অ্যালিসা হিলির আন্তর্জাতিক ক্যারিয়ারের পরিসংখ্যান দারুণ উজ্জ্বল। তিনি দেশের হয়ে ১৬২টি ওয়ানডে ম্যাচে ৩,০৫৪ রান করেছেন। টেস্ট ক্রিকেটে ১০ ম্যাচে করেছেন ৪৮৯ রান। উইকেটরক্ষক হিসেবে তার সংগ্রহ ১৭২টি ক্যাচ এবং ১০৩টি স্টাম্পিং।