ঢাকা, বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬ | ১ মাঘ ১৪৩২
Logo
logo

নিউক্যাসলের মাঠে সিটির দাপট, ২-০ জয়ে ইএফএল কাপ ফাইনাল প্রায় নিশ্চিত গার্দিওলার দল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ জানুয়ারী, ২০২৬, ০৫:০১ পিএম

নিউক্যাসলের মাঠে সিটির দাপট, ২-০ জয়ে ইএফএল কাপ ফাইনাল প্রায় নিশ্চিত গার্দিওলার দল

ইএফএল কাপের সেমিফাইনালে দুই দলের লড়াই ছিল জমজমাট। তবে সুযোগ কাজে লাগাতে পারায় শেষ হাসি হেসেছে ম্যানচেস্টার সিটি। নিউক্যাসলের মাঠ সেন্ট জেমস পার্কে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়ে ফাইনালের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে সিটিজেনরা।

পুরো ম্যাচে নিউক্যাসল আক্রমণে চেষ্টা চালালেও গোলের দেখা পায়নি। তারা মোট ১০টি শট নেয়। অন্যদিকে ম্যানচেস্টার সিটি নেয় ১১টি শট। ম্যাচজুড়ে আধিপত্যে খুব বেশি পার্থক্য না থাকলেও গোলের জায়গায় কার্যকর ছিল গার্দিওলার দল।

সিটির প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৫৩ মিনিট পর্যন্ত। জেরোমি ডকুর বাঁ দিক থেকে বাড়ানো বল আলতো টোকায় জালে পাঠান সিটির নতুন সাইনিং সেমেনয়ো। ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েই টানা দুই ম্যাচে দুই গোল করলেন ঘানার এই তারকা ফুটবলার।

দ্বিতীয় গোলটি আসে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে। ম্যাচের ৯৮তম মিনিটে রায়ান শেরকি গোল করে সিটির জয় নিশ্চিত করেন। ডি-বক্সের ভেতরে নুরির ব্যাক পাস থেকে নিখুঁত শটে বল জালে জড়ান ফরাসি এই মিডফিল্ডার।

এই দুই দলের সেমিফাইনালের দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে। সেখানে দুই গোলে এগিয়ে থেকেই মাঠে নামবে সিটিজেনরা। বড় কোনো অঘটন না ঘটলে ইএফএল কাপের ফাইনাল প্রায় নিশ্চিত ম্যানচেস্টার সিটির।

এদিকে, বুধবার (১৪ জানুয়ারি) রাতে অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ইংলিশ জায়ান্ট চেলসি ও আর্সেনাল।