ঢাকা, বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬ | ১ মাঘ ১৪৩২
Logo
logo

আবারও রাজা বিরাট! রোহিতকে টপকে ওয়ানডে ব্যাটিংয়ে নম্বর ১, র্যাঙ্কিংয়ে রোমাঞ্চ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ জানুয়ারী, ২০২৬, ০৫:০১ পিএম

আবারও রাজা বিরাট! রোহিতকে টপকে ওয়ানডে ব্যাটিংয়ে নম্বর ১, র্যাঙ্কিংয়ে রোমাঞ্চ

ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে আবারও রাজপদে ফিরেছেন ভারতের সুপারস্টার বিরাট কোহলি। রোহিত শর্মাকে পেছনে ফেলে তিনি এখন ওয়ানডের এক নম্বর ব্যাটার। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাত্র ৯১ বলের মাথায় ৯৩ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে বিজয় এনে দিয়েছিলেন তিনি, যার প্রতিফলন এখন দেখা গেছে র্যাঙ্কিংয়েও।

সর্বশেষ আপডেট র্যাঙ্কিং অনুযায়ী, কোহলি তার ক্যারিয়ারে এটাই ১১তম বারের মতো শীর্ষস্থান দখল করলেন। তিনি প্রথমবার শীর্ষে উঠেছিলেন ২০১৩ সালের অক্টোবরে। এখন পর্যন্ত মোট ৮২৫ দিন তিনি ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে কাটিয়েছেন, যা ভারতীয় কোনও ব্যাটসম্যানের ক্ষেত্রে সবচেয়ে বেশি। সর্বকালের তালিকায় তিনি রয়েছেন দশম স্থানে। ওই তালিকায় সবার ওপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস, যিনি মোট ২ হাজার ৩০৬ দিন এক নম্বর স্থান ধরে রেখেছিলেন।

কোহলির সাম্প্রতিক ফর্ম সত্যিই অসাধারণ। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচসেরা হওয়ার আগে তার শেষ চার ওয়ানডে ইনিংস ছিল ৭৪* (অন আউট), ১৩৫, ১০২ এবং ৬৫*। বর্তমানে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে কেবল ওয়ানডে ফরম্যাটেই নিয়মিত খেলছেন, কিন্তু সেখানেই তার দাপট দেখে সবাই অবাক।

অন্যদিকে, শীর্ষস্থান হারানোর পাশাপাশি র্যাঙ্কিংয়ে আরও দুই ধাপ পিছিয়ে তিন নম্বরে নেমে গেছেন রোহিত শর্মা। প্রথম ওয়ানডেতে তিনি করেছিলেন মাত্র ২৬ রান। আর নিউজিল্যান্ডের হয়ে ৭১ বলে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলা ড্যারিল মিচেল এক ধাপ এগিয়ে দুই নম্বর স্থানে চলে এসেছেন। তবে, এই তিন ব্যাটসম্যানের পয়েন্টের ব্যবধান খুবই কম—কোহলির ৭৮৫, মিচেলের ৭৮৪ এবং রোহিত শর্মার ৭৭৫ পয়েন্ট। একটি মাত্র বড় ইনিংস খেললেই র্যাঙ্কিংয়ের এই সূক্ষ্ম চিত্রটি আবার বদলে যেতে পারে।