এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৪ জানুয়ারী, ২০২৬, ০৫:০১ পিএম

বলিউড অভিনেত্রী ও জনপ্রিয় নৃত্যশিল্পী নোরা ফাতেহি এবং মরক্কোর বিশ্বতারকা ফুটবলার আশরাফ হাকিমিকে ঘিরে প্রেমের গুঞ্জনে তোলপাড় সোশ্যাল মিডিয়া। একটি ফুটবল ম্যাচে নোরার উপস্থিতি এবং এরপর দুই তারকার অনলাইন আচরণ নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি আফ্রিকান কাপ অব নেশনস (অ্যাফকন) ২০২৫-এর একটি ম্যাচে মরক্কো দলকে সমর্থন দিতে গ্যালারিতে দেখা যায় নোরা ফাতেহিকে। ম্যাচ চলাকালীন তার উপস্থিতিই নতুন করে আলোচনার জন্ম দেয়।
এই ঘটনার পর থেকেই নোরা ও আশরাফ হাকিমির সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়, নোরা শুধু প্রিয় দলকে সমর্থন দিতেই নয়, বরং কথিত প্রেমিক হাকিমিকে উৎসাহ দিতেই মরক্কো সফর করেছেন।
মরক্কোর জয়ের পর নোরার উচ্ছ্বাসের ছবি ও ভিডিও ভাইরাল হতেই গুঞ্জন আরও জোরালো হয়। সেই সঙ্গে নোরার পোস্টে আশরাফ হাকিমির প্রতিক্রিয়াও নজর এড়ায়নি ভক্তদের।
তবে এত আলোচনা সত্ত্বেও এ বিষয়ে এখন পর্যন্ত নোরা ফাতেহি কিংবা আশরাফ হাকিমি—কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। ফলে ভক্তদের কৌতূহল আর জল্পনা আরও বেড়েই চলেছে।