ঢাকা, বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬ | ১ মাঘ ১৪৩২
Logo
logo

তাহসান বিপর্যস্ত! বিচ্ছেদের খবরে ভক্তদের ফোনে অতিষ্ঠ, কাঁদলেন "একটু শান্তি দিন"


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ জানুয়ারী, ২০২৬, ০৫:০১ পিএম

তাহসান বিপর্যস্ত! বিচ্ছেদের খবরে ভক্তদের ফোনে অতিষ্ঠ, কাঁদলেন "একটু শান্তি দিন"

গায়ক-অভিনেতা তাহসান খান এবং তার স্ত্রী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ—বর্তমান সময়ে বাংলাদেশের বিনোদন জগতে আলোচনার সবচেয়ে বড় নাম এই দম্পতি। বিয়ের মাত্র কয়েক মাসের মাথায়ই তাদের দাম্পত্য জীবনে ফাটল ধরা বিষয়টি প্রকাশ্যে এসে গেছে। গত বছর শুরুতে বিয়ের ঘোষণা দেওয়া এই জুটি চলতি বছরের শুরুতেই আলাদা হয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন।

এই বিচ্ছেদ প্রসঙ্গে সরাসরি কথা বলেছেন তাহসান। তিনি বলেন, "আমাদের বিচ্ছেদ হয়েছে, এটা সত্যি। আমরা আর একসাথে থাকছি না। বেশ কয়েক মাস ধরেই আলাদা আছি। শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।"

তার এই বক্তব্যের পরই সংবাদমাধ্যম, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ফোনকল ও মেসেজের সুনামিতে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েন তাহসান। এই অবস্থায় মানসিকভাবে ক্লান্ত ও বিপর্যস্ত তাহসান আবেগঘন কণ্ঠে বলেন, 'প্রচুর সংবাদ হচ্ছে, প্রচুর ফোনকল আসছে। আমি একটু শান্তি চাই। আমাকে একটু বাঁচতে সাহায্য করুন।'

তাহসানের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই তাহসান ও রোজা আলাদা থাকছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন মহলে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। 'দ্বিতীয় বিয়েও কেন ভাঙল'—এই প্রশ্নে সরগরম হয়ে ওঠে নেটদুনিয়া।

এই প্রেক্ষাপটে তাহসানের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরে যাওয়ার সিদ্ধান্তটিও আবার আলোচনায় এসেছে। দীর্ঘদিন ধরেই তিনি ফেসবুক ব্যবহারে অনাগ্রহী ছিলেন। গত দুই বছরে খুব একটা সক্রিয় ছিলেন না—মাসে এক-দুইটি পোস্ট, তাও মূলত কাজসংক্রান্ত।

অবশেষে গত বছর ফেসবুক একেবারে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তাহসান। তখন তিনি বলেছিলেন, 'দীর্ঘদিন তো ফেসবুক ব্যবহার করেছি। এটা এমন কিছু নয় যে ব্যবহার করতেই হবে। এখন মনে হচ্ছে, এটা হয়তো আমার জন্য ভালো নয়। আমাদের নিয়ে নানা গুজব, মিথ্যা খবর ছড়ানো হয়। একবার হাসপাতালে গেলে একজন অভিনন্দন জানালেন—আমি নাকি বাবা হয়েছি! এসব ভুয়া খবর অনেক সময় মানসিক আঘাতও দেয়।'

সংগীতশিল্পী হিসেবে দীর্ঘদিন ধরেই জনপ্রিয় তাহসান খান। নাটকে অভিনয়ের মাধ্যমেও তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। চলচ্চিত্রেও তিনি কাজ করেছেন।

উল্লেখ্য, তাহসান খান ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ স্টুডিওও রয়েছে।