ঢাকা, বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬ | ১ মাঘ ১৪৩২
Logo
logo

তাহসান-রোজা আলাদা, এখন ভাইরাল মেকআপ আর্টিস্টের নাচের ভিডিও! ২০২১ সালের ফুটেজে হইচই


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ জানুয়ারী, ২০২৬, ০৫:০১ পিএম

তাহসান-রোজা আলাদা, এখন ভাইরাল মেকআপ আর্টিস্টের নাচের ভিডিও! ২০২১ সালের ফুটেজে হইচই

সংগীতশিল্পী তাহসান খান ও মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিয়ের এক বছরও পূর্ণ হওয়ার আগেই তাদের বিচ্ছেদের খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। তাহসান নিজেই তাদের আলাদা হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আর এই ঘটনা প্রকাশ হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় রোজার পুরোনো ছবি ও ভিডিও নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

এরই মধ্যে ইনস্টাগ্রামের একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যায়, জনপ্রিয় গান 'রোজা স্বপ্ন যাবে বাড়ি আমার' এর তালে তালে নাচছেন রোজা আহমেদ। তার সাথে আরও কয়েকজন ব্যক্তিও নাচতে দেখা গেছে।

এই ভিডিওটিই এখন নেট দুনিয়ায় তোলপাড় শুরু করেছে। কারণ, ভিডিওটি আপলোড করা হয়েছিল ২০২১ সালের ৩০ মে। তখনকার রোজার চেহারা ও স্টাইল বর্তমান সময়ের চেয়ে বেশ আলাদা বলেই মনে হচ্ছে দর্শকদের। এই পার্থক্যটিই এখন নিয়ে সৃষ্টি হয়েছে নানা রকমের মন্তব্য ও আলোচনা।

উল্লেখ্য, গত বছর ৪ জানুয়ারি রোজা আহমেদ তাহসান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের এই বার্ষিকীকে সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় তাদের 'উদযাপনের' নামে বিভিন্ন ধরনের খবর ও ছবি ছড়িয়ে পড়ায় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন তাহসান।

সবশেষে এই সব বিভ্রান্তি দূর করতে এবং নিজের বর্তমান দাম্পত্য অবস্থা সম্পর্কে সবাইকে পরিষ্কার জানাতেই সামনে আসেন তাহসান খান। তার সরাসরি স্বীকারোক্তির পরই পুনরায় আলোচনায় চলে আসেন রোজা আহমেদ এবং তাদের সম্পর্ক নিয়ে পুরোনো বিভিন্ন মুহূর্ত।