ঢাকা, বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬ | ১ মাঘ ১৪৩২
Logo
logo

তারেকের সামনে খুলে দিল চালকরা হৃদয়ের ব্যথা! গুলশান কার্যালয়ে অভাব-হয়রানির কাহিনী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম

তারেকের সামনে খুলে দিল চালকরা হৃদয়ের ব্যথা! গুলশান কার্যালয়ে অভাব-হয়রানির কাহিনী

রিকশা, ভ্যান ও অটোরিকশা চালকদের প্রতিদিনের দুঃখ-কষ্টের কথা সরাসরি শুনলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি শুধু কথা শোনেননি, পাশাপাশি তাদের পরিবারের অবস্থা ও সুবিধা-অসুবিধার খোঁজখবরও নেন।

রাতে গুলশানের তারেক রহমানের কার্যালয়ে এই বিশেষ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এই বিরল সুযোগে চালকরা তাঁদের নানা অভাব-অভিযোগ, আর্থিক সংকট এবং বিভিন্ন পর্যায়ে হওয়া হয়রানির কথা খোলামেলাভাবে তুলে ধরেন।

বিএনপির চেয়ারম্যান গভীর মনোযোগ দিয়ে তাদের প্রতিটি কথা শোনেন। অতি কঠোর পরিশ্রম করে নগরের মানুষের সেবা দেয়ায় তিনি রিকশাচালকদের ধন্যবাদ জানান।

একইসাথে, তিনি শহরের শৃঙ্খলা ও সব যাত্রীর নিরাপত্তার জন্য ট্রাফিক আইন মেনে চলারও আবেদন করেন। এই আলোচনায় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দরিদ্র ও সীমিত আয়ের মানুষের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হবে, তা-ও তিনি তুলে ধরেন।

তারেক রহমান জানান, পারিবারিক স্বচ্ছলতার লক্ষ্যে 'ফ্যামিলি কার্ড' দেওয়া হবে, যার মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরকারি সুবিধার দামে সরাসরি দরিদ্র পরিবারের গৃহিণীর হাতে পৌঁছে দেওয়া হবে। এছাড়াও, দেশ ও সাধারণ মানুষের উন্নয়নে বিএনপির নানা পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন এবং আগামী নির্বাচনে তাদের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।