এনবিএস ডিজিটাল ডেস্ক প্রকাশিত: ১৫ জানুয়ারী, ২০২৬, ০৭:০১ এএম

ইরান মধ্যপ্রাচ্যের সেই দেশগুলোকে সতর্ক করেছে যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে — যেমন সৌদি আরব, আরব আমিরাত ও তুরস্ককে তারা জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র ইরানে কোনো সামরিক আক্রমণ চালায়, তাহলে ওই সব ঘাঁটিতে ‘পাল্টা হামলা’ করা হবে।
রয়টার্সকে দেওয়া এক অস বেশি বয়সী ইরানি কর্মকর্তার বক্তব্যে বলা হয়েছে, তারা আশেপাশের দেশগুলোকে জানিয়েছে যাতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে সাহায্য করে।
এদিকে দুই সপ্তাহ ধরে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলছে এবং পরিস্থিতি এখনো উত্তপ্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছেন যে, যদি ইরান বিক্ষোভকারীদের ওপর নির্মমভাবে সহিংসতা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপে যেতে পারে।
ইরান সরকার বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ নিয়েছিল এবং নিরাপত্তা বাহিনীর কঠোরতায় অনেক মানুষ নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
ট্রাম্প সামাজিক যোগাযোগে বলেছেন, ইরানের জনগণ বিক্ষোভ চালিয়ে যেতে পারে এবং ইরানের কর্মকর্তাদের সঙ্গে সব ধরণের বৈঠক তৎক্ষণাত স্থগিত রাখা হয়েছে যতক্ষণ পর্যন্ত সহিংসতা বন্ধ হচ্ছে না। তিনি বিক্ষোভকারীদের পাশে থাকার কথা বলেছেন।