ঢাকা, বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬ | ২ মাঘ ১৪৩২
Logo
logo

কাতারে মার্কিন ঘাঁটি ছাড়ার নির্দেশ — ইরান‑যুক্তরাষ্ট্র উত্তেজনার নতুন পর্ব!


এনবিএস ডিজিটাল ডেস্ক     প্রকাশিত:  ১৫ জানুয়ারী, ২০২৬, ০৭:০১ এএম

কাতারে মার্কিন ঘাঁটি ছাড়ার নির্দেশ — ইরান‑যুক্তরাষ্ট্র উত্তেজনার নতুন পর্ব!

বার্তাসংস্থা রয়টার্স‑এর সূত্র বলছে, কাতারের আল‑উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু মার্কিন সামরিক সদস্যকে সরিয়ে নিতে পরামর্শ দেওয়া হয়েছে। এই পদক্ষেপটি ইরানে বিক্ষোভ ও আন্তর্জাতিক উত্তেজনার প্রেক্ষাপটে নেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যার মধ্যে কিছু মার্কিন সামরিক সদস্যকে ঘাঁটি ত্যাগের নির্দেশ বা পরামর্শ দেওয়া হয়েছে, যদিও তা জরুরি ইভাকুয়েশন নয়, বরং সামরিক অবস্থান বা কৌশলগত “পোশচার” পরিবর্তনের অংশ হিসেবে দেখা হচ্ছে।

দোহায় মার্কিন দূতাবাস বা কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

আল‑উদেইদ ঘাঁটি হলো মধ্যপ্রাচ্যের অন্যতম বড় মার্কিন সামরিক ঘাঁটি, যেখানে প্রায় দশ হাজার মার্কিন সেনা অবস্থান করে থাকে।

এই সিদ্ধান্ত এমন সময় আসে যখন যুক্তরাষ্ট্র ইরানে হস্তক্ষেপ করার সম্ভাবনা সম্পর্কে সতর্কতা জারি করেছে, এবং ইরানও জানিয়েছে, যদি কোন আক্রমণ হয় তাহলে তারা আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে।

এর আগে গত বছরও যুক্তরাষ্ট্র ইরানে বিমান হামলার আগে মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে কিছু সেনা ও তাদের পরিবারকে সরিয়ে নিয়েছিল, এবং পরে ইরানের জবাবে সেই ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলাও হয়েছিল।