ঢাকা, শুক্রবার, জানুয়ারী ১৬, ২০২৬ | ২ মাঘ ১৪৩২
Logo
logo

বিপিএলে বড় ধাক্কা! নাজমুল ইসলামকে সরিয়েও ক্রিকেটাররা মাঠে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাবে লিগ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ পিএম

বিপিএলে বড় ধাক্কা! নাজমুল ইসলামকে সরিয়েও ক্রিকেটাররা মাঠে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাবে লিগ

বাংলাদেশ ক্রিকেটে এখন তুমুল উত্তেজনা! ক্রিকেটারদের দাবির মুখে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের পদ থেকে তাৎক্ষণিক অব্যাহতি দিয়েছে বোর্ড। কিন্তু ক্রিকেটাররা যদি আজকের মধ্যে মাঠে না ফেরেন, তাহলে বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেবে বিসিবি!

বিসিবির এক পরিচালক ঢাকা পোস্টকে এই সিদ্ধান্ত নিশ্চিত করেছেন।
এর আগে এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বোর্ডের স্বার্থ ও কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিসিবি সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী সভাপতির ক্ষমতাবলে নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে সরানো হয়েছে।

এখন থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই ফাইন্যান্স কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তিতে বিসিবি আবারও বলেছে, ক্রিকেটারদের স্বার্থ, সম্মান ও মর্যাদা তাদের সবচেয়ে বড় অগ্রাধিকার। চলমান এই সংকটের মধ্যেও ক্রিকেটারদের পেশাদারত্ব ও দায়বদ্ধতা বজায় রেখে বিপিএলে অংশ নেওয়ার আশা করছে বোর্ড।

এদিকে ঢাকা পর্বের প্রথম ম্যাচ দুপুর ১টায় শুরু হওয়ার কথা থাকলেও কোনো দলের ক্রিকেটারই মাঠে আসেননি। পরে হোটেল শেরাটনে সংবাদ সম্মেলন করে কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)। সেখানে ক্রিকেটাররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন – নাজমুল ইসলাম বিসিবি থেকে পদত্যাগ না করা পর্যন্ত তারা মাঠে নামবেন না!
এই সংকটের জেরে বিপিএলের ভবিষ্যৎ এখন ঝুঁকির মুখে। ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় – কবে আবার মাঠে গড়াবে খেলা?
এখানে দেখুন ক্রিকেটারদের বয়কটের চিত্র – খালি স্টেডিয়াম ও ম্যাচ বাতিলের দৃশ্য: