ঢাকা, শুক্রবার, জানুয়ারী ১৬, ২০২৬ | ২ মাঘ ১৪৩২
Logo
logo

নাজমুলের পদত্যাগ না হলে মাঠে নামবে না ক্রিকেটাররা, শেরাটনে বিস্ফোরক ঘোষণা কোয়াব সভাপতির


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ জানুয়ারী, ২০২৬, ১০:০১ পিএম

নাজমুলের পদত্যাগ না হলে মাঠে নামবে না ক্রিকেটাররা, শেরাটনে বিস্ফোরক ঘোষণা কোয়াব সভাপতির

স্পোর্টস ডেস্ক: একের পর এক বিতর্কিত ও বিস্ফোরক মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম। তার পদত্যাগের দাবিতে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বয়কটের ঘোষণা দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্রিকেটাররা মাঠে নামবেন না—এমন কড়া অবস্থান নিয়েছে সংগঠনটি।

রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। দুপুর আড়াইটার দিকে সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট ভাষায় বলেন,
“আমরা বাধ্য হয়েই এসব সিদ্ধান্ত নিচ্ছি। আমরা খেলার বিপক্ষে নই, কিন্তু সব কিছুরই একটা সীমা আছে। উনি (নাজমুল) সবাইকে অপমান করেছেন—শুধু ক্রিকেটার নয়, পুরো ক্রিকেট সেক্টরকেই। ক্রিকেটের প্রতি তার কোনো সম্মান নেই। আমরা অবশ্যই খেলতে চাই, তবে দাবি মানা হলে।”

এ সময় জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহানও একই সুরে কথা বলেন। তিনি জানান,
“সবাই খেলার জন্য প্রস্তুত। আমরা কেউ খেলার বিরোধিতা করছি না, তবে আমাদের দাবিগুলো মানতে হবে।”
তবে এখনো পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে ক্রিকেটারদের কোনো সরাসরি আলোচনা হয়নি বলে জানান তারা।

পরে কোয়াব সভাপতি মিঠুন আবারও অবস্থান পরিষ্কার করে বলেন,
“আমরা এখনও আগের জায়গাতেই আছি। সোহান যেমন বলেছে, আমরা খেলার বিপক্ষে না। কিন্তু সীমা ছাড়িয়ে গেলে প্রতিবাদ করতেই হয়। এটা শুধু আমার নয়, পুরো ক্রিকেট অঙ্গনের জন্য অপমানজনক।”

তিনি আরও যোগ করেন,
“আইসিসি ট্রফি জেতার পর থেকে শুরু করে আজ পর্যন্ত উনি প্রতিটি সেক্টরকে অস্বীকার করেছেন। তার কথাবার্তায় বিশ্বকাপে খেলারও কোনো মূল্য দেখি না। ক্রিকেটের প্রতি সম্মান কোথাও পাইনি। তাই আমরা আমাদের সিদ্ধান্তে অনড়।”

সবশেষে মিঠুন জানান, বিসিবির পক্ষ থেকে খেলায় ফেরার অনুরোধ আসছে, তবে আগের মতো সময় নিয়ে বিষয়টি ঝুলিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে।
“আমরা অনেক দিন ধরেই পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। এটা হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়। দাবি পূরণ হলেই আমরা মাঠে ফিরব,”—জানান কোয়াব সভাপতি।