ঢাকা, শুক্রবার, জানুয়ারী ১৬, ২০২৬ | ২ মাঘ ১৪৩২
Logo
logo

তারেক রহমানের প্রথম সাক্ষাৎ! দেড় ঘণ্টা বৈঠক শেষে যমুনা ছাড়লেন বিএনপি চেয়ারম্যান ও পরিবার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ জানুয়ারী, ২০২৬, ১০:০১ পিএম

তারেক রহমানের প্রথম সাক্ষাৎ! দেড় ঘণ্টা বৈঠক শেষে যমুনা ছাড়লেন বিএনপি চেয়ারম্যান ও পরিবার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেড় ঘণ্টার গুরুত্বপূর্ণ বৈঠক শেষ করে যমুনা থেকে বাসভবনে ফিরে গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে গাড়ি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পৌঁছায়। দেড় ঘণ্টা পর রাত ৯টা ১০ মিনিটের দিকে তারা যমুনা ছেড়ে বাসভবনের উদ্দেশে রওনা হন।

এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তারেক। সেখানে ৬টা ৪৭ মিনিটে পৌঁছে মাত্র ৫ মিনিট পরই ৬টা ৫২ মিনিটে আবার বেরিয়ে যমুনার দিকে রওনা দেন।
এই বৈঠকটি বিশেষ কারণে গুরুত্বপূর্ণ – বিএনপি চেয়ারম্যান হিসেবে আজই প্রথমবারের মতো তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে মুখোমুখি বৈঠক করলেন।

এর আগে গত বছরের জুন মাসে লন্ডনে ইউনূস-তারেকের মধ্যে বৈঠক হয়েছিল। সেই বৈঠকে তারা আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে জাতীয় নির্বাচনের বিষয়ে আলোচনা করেছিলেন বলে জানা যায়।
এখন সবাই চোখ রেখেছে – এই বৈঠকে কী কী আলোচনা হয়েছে আর আগামী দিনে রাজনীতিতে কী নতুন মোড় আসতে পারে!