এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৬ জানুয়ারী, ২০২৬, ০২:০১ পিএম

ভয়ঙ্কর এক হুমকির মুখে পড়েছেন দেশের ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। অপরিচিত নম্বর থেকে একের পর এক ফোন করে তাকে হত্যা এবং অপহরণের হুমকি দেওয়া হচ্ছে। এই হুমকির মাত্রা বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে আরও বেড়ে গেছে বলে জানিয়েছেন মিঠুন নিজেই।
"কেন এই হুমকি, বুঝতে পারছি না"
এ ব্যাপারে মিঠুনের প্রশ্ন, "আমরা তো দেশের বিরুদ্ধে কোনো কথা বলিনি। তাহলে কেন এই হুমকি? ক্রিকেটার হিসেবে আমরা আমাদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলেছি, এটা কি অন্যায়?" তিনি এই হুমকি দেওয়াকে একেবারেই অনৈতিক ও উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন।
কোন ঘটনার পর এসেছে এই হুমকি?
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে গত বুধবার রাতেই কোয়াব তার পদত্যাগ না করা পর্যন্ত সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেয়। বৃহস্পতিবার দেওয়া সময়সীমার মধ্যে পদত্যাগ না আসায় ক্রিকেটাররা মাঠে না নামায় বিপিএলের প্রথম ম্যাচই বাতিল হয়ে যায়।
এরপর বিসিবি জরুরি অনলাইন সভায় নাজমুল ইসলামকে পরিচালক পদে বহাল রাখলেও তাকে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দেয়। কিন্তু কোয়াবের মূল দাবি ছিল তাকে পুরোপুরি বোর্ড থেকে অপসারণ করা। সেই দাবি পূরণ না হওয়ায় ক্রিকেটাররা খেলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান।
বৃহস্পতিবার রাতে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বিসিবি কর্তারা। পরে ক্রিকেটারদের সঙ্গেও আলোচনা হয়। এই আলোচনার পরিপ্রেক্ষিতেই বিপিএল আবারও শুরু করার ঘোষণা আসে। কিন্তু তার মধ্যেই সংগঠনের সভাপতিকে এই হুমকির বিষয়টি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।