এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৬ জানুয়ারী, ২০২৬, ০২:০১ পিএম

বিপিএলে রংপুর রাইডার্সের ক্যাম্পে বড় পরিবর্তন! টুর্নামেন্টের মাঝপথে অধিনায়ক নুরুল হাসান সোহানকে সরিয়ে দিয়েছে দল। তার জায়গায় নতুন অধিনায়ক হয়েছেন লিটন দাস।
শুক্রবার মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলনের পর এই সিদ্ধান্ত নিশ্চিত করেন প্রধান কোচ মিকি আর্থার। তিনি বলেন, “এটা সহজ সিদ্ধান্ত ছিল। লিটনের জাতীয় দলের অধিনায়ক হওয়া আর ড্রেসিংরুমে তার প্রভাব মাথায় রেখে এই পরিবর্তন।”
কোচ আরও যোগ করেন, “লিটন যেভাবে ক্রিকেট খেলে, সেটা আমি খুব পছন্দ করি। সে খুব আক্রমণাত্মক, মানসিকতা ঠিকঠাক। সে এমন নেতা যাকে সবাই অনুসরণ করে আর সম্মান করে। তাই বুঝি কেন সে টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয়।”
রংপুরের পারফরম্যান্স এখনো ওঠানামার মধ্যে। কোচিং স্টাফ মনে করছে, এই নেতৃত্ব পরিবর্তন দলকে নতুন গতি দেবে। টুর্নামেন্ট এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছে গেছে।
মিকি আর্থার লিটনের ব্যক্তিত্বকে বড় কারণ হিসেবে দেখছেন। তিনি বলেন, “লিটন দলে স্পষ্টতা আর শক্তি এনে দেয়। সে ইতিবাচকভাবে ভাবে, উদ্দেশ্য নিয়ে খেলে। আমরা চাই এই গুণগুলো পুরো দলে ছড়িয়ে পড়ুক।”
দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে কোচ স্বীকার করেন, কয়েকটা ম্যাচে সাহসের অভাব ছিল। তিনি বলেন, “সম্ভবত ওই তিন ম্যাচে আমরা একটু বেশি সতর্ক ছিলাম। কিন্তু এখন সামনে বড় সুযোগ। দল হিসেবে ইতিহাস গড়ার চান্স আছে।”
রংপুর শেষ তিন ম্যাচেই হেরেছে। শেষ দুই ম্যাচে অন্তত একটা জয় না পেলে প্লে-অফের স্বপ্ন শেষ হতে পারে। এমন চাপের মুখে অধিনায়ক বদলের সিদ্ধান্ত নিয়েছে রংপুর কর্তৃপক্ষ।
এখানে দেখুন লিটন দাসের ছবি – নতুন অধিনায়ক হিসেবে রংপুরের হয়ে: