ঢাকা, শুক্রবার, জানুয়ারী ১৬, ২০২৬ | ৩ মাঘ ১৪৩২
Logo
logo

বিপিএল ম্যাচ হয়নি, দর্শকদের টিকিটের টাকা ফেরত দিচ্ছে বিসিবি—জেনে নিন সহজ পদ্ধতি এখনই


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ জানুয়ারী, ২০২৬, ০২:০১ পিএম

বিপিএল ম্যাচ হয়নি, দর্শকদের টিকিটের টাকা ফেরত দিচ্ছে বিসিবি—জেনে নিন সহজ পদ্ধতি এখনই

বিপিএলের ঢাকা পর্বের খেলা শুরু হওয়ার কথা ছিল বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি। তবে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্যের প্রতিবাদে ক্রিকেটাররা ম্যাচ বয়কট করায় সেদিন একটি ম্যাচও মাঠে গড়ায়নি।

ম্যাচ না হলেও দর্শকদের বড় একটি অংশ স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন। কিন্তু খেলা না হওয়ায় হতাশ হয়ে ম্যাচ না দেখেই বাড়ি ফিরতে হয় সবাইকে। এবার সেই দর্শকদের জন্য সুখবর দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি সিদ্ধান্ত নিয়েছে, ১৫ জানুয়ারির খেলা দেখতে যারা টিকিট কেটেছিলেন, তারা সবাই টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন। বিষয়টি জানিয়ে ১৬ জানুয়ারি দিবাগত রাতে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বোর্ড।

বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, টিকিটের টাকা ফেরত নেওয়া যাবে অফিসিয়াল টিকিটিং চ্যানেলের মাধ্যমেই। এজন্য gobcbticket.com.bd ওয়েবসাইট ব্যবহার করা যাবে। প্রয়োজনে দর্শকেরা +৮৮০ ৯৬০৬-৫০১২৩১ নম্বরেও যোগাযোগ করতে পারবেন।

তবে ১৬ জানুয়ারির নির্ধারিত ম্যাচের টিকিট বাতিল করা হয়নি বলে জানিয়েছে বোর্ড। এই টিকিটগুলো পরবর্তীতে পুনর্নির্ধারিত ম্যাচেও ব্যবহার করা যাবে।

এদিকে বিসিবি আরও জানিয়েছে, শুক্রবারের ম্যাচগুলোর টিকিট অনলাইনে বিক্রি অব্যাহত রয়েছে।