এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৬ জানুয়ারী, ২০২৬, ০২:০১ পিএম

ইরানের চলমান সরকারবিরোধী বিক্ষোভে ইসরাইলের সরাসরি হাত আছে—এমন চাঞ্চল্যকর অভিযোগ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে তুলে ধরেছে তেহরান।
বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জাতিসংঘ মহাসচিবকে সরাসরি জানান, যুক্তরাষ্ট্রের সম্মতি নিয়েই ইসরাইল ইরানের ভেতরে সন্ত্রাসীদের অর্থ, অস্ত্র আর সংগঠনের সাহায্য দিচ্ছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আরাঘচি উল্লেখ করেছেন—বিক্ষোভের শুরু হয়েছিল শান্তিপূর্ণভাবে। কিন্তু পরে সন্ত্রাসী কার্যক্রম যুক্ত হওয়ায় পুরো পরিস্থিতি সহিংস হয়ে উঠেছে।
তিনি দাবি করেন, সন্ত্রাসীদের সংগঠিত ও সশস্ত্র করার কাজে ইসরাইলের সরাসরি ভূমিকা রয়েছে। এই সবকিছুর পেছনে ওয়াশিংটনের সমর্থনও আছে। একই সঙ্গে আরাঘচি বলেন, ইরান মানবাধিকার রক্ষায় পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে জাতিসংঘের সহকারী মহাসচিব আবদুল্লাহ আল দারদারি বলেছেন, ইরানের মানুষের ভয় ছাড়াই তাদের দাবি প্রকাশের অধিকার আছে। তিনি আটক ব্যক্তিদের ন্যায্য বিচার নিশ্চিত করার জন্য আহ্বান জানান।
তিনি আরও বলেন, ইরানে যতগুলো মৃত্যুর ঘটনা ঘটেছে—সবকিছুর স্বচ্ছ ও স্বাধীন তদন্ত খুবই জরুরি। পাশাপাশি ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি নিয়ে জাতিসংঘ খুবই উদ্বিগ্ন।
জাতিসংঘের এই কর্মকর্তা স্পষ্ট করে বলেন, ইরান সংক্রান্ত এই সংকটের সমাধান শুধুমাত্র সংলাপ, কূটনীতি ও শান্তিপূর্ণ পথেই হওয়া উচিত।
এখানে দেখুন ইরানের রাস্তায় বিক্ষোভের কয়েকটি দৃশ্য – শান্তিপূর্ণ থেকে সহিংসতায় রূপান্তরিত পরিস্থিতি:
জাতিসংঘে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির বক্তব্যের মুহূর্ত: