ঢাকা, শুক্রবার, জানুয়ারী ১৬, ২০২৬ | ৩ মাঘ ১৪৩২
Logo
logo

বিশ্ব আরও বিপজ্জনক হচ্ছে! পুতিনের ভয়ংকর সতর্কবার্তায় নতুন উদ্বেগ ছড়ালো


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ জানুয়ারী, ২০২৬, ০২:০১ পিএম

বিশ্ব আরও বিপজ্জনক হচ্ছে! পুতিনের ভয়ংকর সতর্কবার্তায় নতুন উদ্বেগ ছড়ালো

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে বলেছেন, বিশ্বের আন্তর্জাতিক পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে আর পুরো পৃথিবী অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠছে। তবে ভেনেজুয়েলা ও ইরানের চলমান ঘটনা নিয়ে তিনি একদম চুপ রয়েছেন।
বৃহস্পতিবার ক্রেমলিনে বিভিন্ন দেশের নতুন রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণের অনুষ্ঠানে এসব কথা বলেন পুতিন।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার আলোচনা, ইরানে চলতে থাকা বিক্ষোভ কিংবা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ে দেওয়া হুমকি—এসব গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি রুশ প্রেসিডেন্ট।

রাষ্ট্রদূতদের উদ্দেশে দেওয়া বক্তব্যে পুতিন বলেন,“আন্তর্জাতিক অঙ্গনের পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে—এ নিয়ে কারও দ্বিমত থাকার কথা নয়। দীর্ঘদিনের সংঘাতগুলো আরও তীব্র হচ্ছে এবং একই সঙ্গে নতুন নতুন গুরুতর সংকটের কেন্দ্র তৈরি হচ্ছে।”
এসব কথা বলার সময় তার মুখে হাসিও ফুটে ওঠে।

চলতি বছরে রাশিয়ার পররাষ্ট্রনীতি নিয়ে এটাই পুতিনের প্রথম প্রকাশ্য বক্তব্য। তবে এই বক্তৃতায় তিনি যুক্তরাষ্ট্র বা প্রেসিডেন্ট ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ করেননি।
পুতিন আরও বলেন, বর্তমানে এমন একপাক্ষিক বক্তব্য শোনা যাচ্ছে যেখানে শক্তির জোরে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করা, অন্যদের ওপর ইচ্ছা চাপিয়ে দেওয়া এবং নির্দেশ দেওয়াকে বৈধ বলে মনে করা হচ্ছে। তার ভাষায়, রাশিয়া আন্তরিকভাবে বহুমেরুর বিশ্বব্যবস্থার আদর্শের প্রতি অঙ্গীকারবদ্ধ।

ইউরোপে নতুন নিরাপত্তা কাঠামো গড়ে তোলার বিষয়ে রাশিয়ার প্রস্তাব নিয়ে আলোচনার আহ্বানও জানান তিনি। পুতিন বলেন, এই প্রয়োজনীয়তার স্বীকৃতি হয়তো এখনই না আসলেও একসময় আসবেই। ততদিন পর্যন্ত রাশিয়া ধারাবাহিকভাবে নিজের লক্ষ্য অনুসরণ করে যাবে।
এখানে দেখুন পুতিনের সেই বক্তব্যের কয়েকটি মুহূর্ত – ক্রেমলিনে রাষ্ট্রদূতদের সামনে দাঁড়িয়ে: