এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৬ জানুয়ারী, ২০২৬, ০২:০১ পিএম

ইরানে বর্তমান শাসনব্যবস্থার পতন হলে এবং নতুন রাজনৈতিক পরিবর্তন এলে দেশটি সঙ্গে সঙ্গে ইসরাইলকে স্বীকৃতি দেবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে—এমন বিস্ফোরক ঘোষণা দিয়েছেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দেওয়া এক বিবৃতিতে তিনি এই অবস্থান স্পষ্ট করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাহলভি জানান, ইরান, ইসরাইল ও বৃহত্তর আরব বিশ্বকে কাছাকাছি আনতেই আব্রাহাম চুক্তিকে নতুন রূপে ‘সাইরাস চুক্তি’তে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করব। যুক্তরাষ্ট্র ও তাদের জনগণের সঙ্গে বন্ধুত্ব পুনরুদ্ধার করা হবে। ইসরাইল রাষ্ট্র অবিলম্বে স্বীকৃতি পাবে। পাশাপাশি আব্রাহাম চুক্তিকে সম্প্রসারিত করে সাইরাস চুক্তিতে রূপ দেওয়া হবে, যা একটি স্বাধীন ইরান, ইসরাইল ও আরব বিশ্বকে একত্রিত করবে।”
বিশ্বজুড়ে বন্ধুদের উদ্দেশে দেওয়া বক্তব্যের শুরুতেই পাহলভি বলেন, বর্তমান ইসলামী প্রজাতন্ত্রের শাসনে ইরান আজ সন্ত্রাসবাদ, চরমপন্থা ও দারিদ্র্যের সঙ্গে জড়িয়ে পড়েছে। অথচ ইসলামী শাসনের আগে দেশটি ছিল শান্তিপ্রিয়, সমৃদ্ধ ও সম্ভাবনাময় এক রাষ্ট্র।