ঢাকা, শনিবার, জানুয়ারী ১৭, ২০২৬ | ৩ মাঘ ১৪৩২
Logo
logo

খালেদা জিয়াকে স্মরণে জাতীয় সংসদে নাগরিক শোকসভা, দেশি-বিদেশি অতিথিতে ভারী পরিবেশ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ জানুয়ারী, ২০২৬, ০৮:০১ পিএম

খালেদা জিয়াকে স্মরণে জাতীয় সংসদে নাগরিক শোকসভা, দেশি-বিদেশি অতিথিতে ভারী পরিবেশ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুরু হয়েছে। শুক্রবার বিকেল ৩টা ৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শোকসভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

শোকসভায় সভাপতিত্ব করছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন। অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত রয়েছেন। পাশাপাশি দলের শীর্ষ নেতৃবৃন্দও শোকসভায় অংশ নিয়েছেন।

এই নাগরিক শোকসভায় দেশের বিশিষ্ট নাগরিকদের পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিকদের উপস্থিতি চোখে পড়ার মতো। সব মিলিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।