এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৬ জানুয়ারী, ২০২৬, ০৮:০১ পিএম

দক্ষিণী সিনেমার সুপারস্টার ধানুশের ব্যক্তিগত জীবন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। রজনীকান্তের মেয়ে ও পরিচালক ঐশ্বরিয়ার সঙ্গে একসময় সংসার বেঁধেছিলেন ধানুশ। ২০০৪ সালের ১৮ নভেম্বর সাতপাকে বাঁধা পড়া এই তারকা দম্পতি ২০২২ সালের শুরুতে ১৮ বছরের দাম্পত্যজীবনের ইতি টানেন। পরিবার ও আদালতের মধ্যস্থতায় সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা হলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। পরে ২০২৪ সালের ২৭ নভেম্বর আদালত তাদের বিচ্ছেদের আবেদন গ্রহণ করে। এই দম্পতির দুই সন্তান—যাত্রা ও লিঙ্গা।
এবার নতুন করে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ধানুশ—এমন গুঞ্জনেই সরগরম দক্ষিণী সিনেমাপাড়া। শোনা যাচ্ছে, বিশ্ব ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারি অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে পারেন তিনি।
গণমাধ্যম সূত্রের দাবি, বেশ কিছুদিন ধরেই ম্রুণাল ঠাকুরের সঙ্গে প্রেম করছেন ধানুশ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের একাধিক ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাওয়ায় গুঞ্জন আরও জোরালো হয়।
সবচেয়ে বেশি নজর কাড়ে ম্রুণাল ঠাকুরের জন্মদিনের পার্টির একটি ভিডিও। সেখানে ধানুশ ও ম্রুণালকে পরস্পরের হাত ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা যায়। সেই ভিডিও ক্লিপ দ্রুতই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।
বাতাসে ভাসছে খবর, ফেব্রুয়ারিতেই ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলতে পারেন এই তারকা জুটি। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। তবে এই গুঞ্জন নিয়ে এখনো ধানুশ বা ম্রুণাল ঠাকুর—কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।