এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৬ জানুয়ারী, ২০২৬, ০৮:০১ পিএম

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত নাম এখন মালয়ালম সুপারস্টার কল্যাণী প্রিয়দর্শন। ‘লোকাহ’ ছবি দিয়ে ইতিহাস লেখার পর এবার তিনি পা রাখতে যাচ্ছেন বলিউডে। আর তার প্রথম বলিউড চলচ্চিত্রেই দেখা যাবে তাকে বলিউডের সেরা তারকা রণবীর সিংয়ের বিপরীতে!
গত বছর কল্যাণীর অভিনীত ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র’ একটি স্বল্প বাজেটের ছবি হয়েও রেকর্ড ভাঙে। এটি এখন পর্যন্ত সবচেয়ে বেশি আয় করা মালয়ালম ছবি, ভারতের প্রথম নারী সুপারহিরো ফিল্ম এবং ওটিটিতেও দারুণ দর্শকপ্রিয়তা পায়। এই সাফল্যের পরই দেশের বিভিন্ন ভাষার চলচ্চিত্র শিল্প থেকে তাকে একের পর এক অফার আসতে থাকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কল্যাণীও এই প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করেছেন। যদিও তিনি কোন সিনেমার কথা বলছেন, তা স্পষ্ট করেননি। আনুষ্ঠানিকভাবে এখনও কিছু ঘোষণা না হলেও সংবাদমাধ্যম ‘১২৩ তেলেগু’র সূত্র দাবি করছে, পরিচালক জয় মেহতার আগামী সিনেমা ‘প্রলয়’-এর মাধ্যমেই বলিউডে আত্মপ্রকাশ করবেন কল্যাণী এবং তার বিপরীতে থাকবেন রণবীর সিং।
এটা নিঃসন্দেহে একটি চমকপ্রদ জুটি। গত বছর রণবীর সিং ‘ধুরন্ধর’ ছবি দিয়ে বক্স অফিসে দাপট দেখিয়েছেন। অন্যদিকে কল্যাণী দক্ষিণে রাজত্ব করেছেন ‘লোকাহ’ নিয়ে। ফলে দেশের দুই সেরা বক্স অফিস তারকার এই প্রথম জুটি দেখার জন্য দর্শকদের মধ্যে উত্তেজনা ইতিমধ্যেই তৈরি হয়েছে।
‘প্রলয়’ সিনেমাটিকে রণবীর সিংয়ের ক্যারিয়ারের অন্যতম ব্যয়বহুল প্রজেক্ট হিসেবে দেখা হচ্ছে। এই ছবিটি রণবীরের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘মা কসম ফিল্মস’ সহ-প্রযোজনা করবে। সিনেমাটির গল্প হবে বৈজ্ঞানিক কল্পকাহিনী, পৌরাণিক কাহিনী এবং অতিপ্রাকৃত শক্তির এক অসাধারণ মিশেল। চলতি বছরের জুলাই-আগস্ট মাসে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
একদিকে দক্ষিণে আট বছর ধরে সফল কল্যাণী, অন্যদিকে বলিউডের পোক্ত জায়গা করা রণবীর সিং। এবার দেখার বিষয়, এই শক্তিশালী জুটি বলিউডে কী ধরনের তোলপাড় তৈরি করে!