ঢাকা, শনিবার, জানুয়ারী ১৭, ২০২৬ | ৪ মাঘ ১৪৩২
Logo
logo

ট্রাম্পের ধামাকা! হামাসকে নিরস্ত্র করতে গাজায় নতুন সরকার—দ্বিতীয় ধাপের চমক!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ জানুয়ারী, ২০২৬, ০৪:০১ পিএম

ট্রাম্পের ধামাকা! হামাসকে নিরস্ত্র করতে গাজায় নতুন সরকার—দ্বিতীয় ধাপের চমক!

গাজার যুদ্ধ থামাতে নিজের ২০ দফার শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম ধাপে মূল ফোকাস ছিল যুদ্ধবিরতি আর জিম্মিদের মুক্তি। এবার দ্বিতীয় ধাপে লক্ষ্য গাজাকে পুরোপুরি নিরস্ত্র করা আর একটা নতুন টেকনোক্র্যাট সরকার গড়ে তোলা।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে একটা পোস্ট করে এই ঘোষণা দেন। তিনি লেখেন, “হামাসকে এখন তাদের প্রতিশ্রুতি পালন করতে হবে, না হলে পরিণাম হবে ভয়ঙ্কর।”

নতুন এই পরিকল্পনায় গাজার অন্তর্বর্তীকালীন শাসনের জন্য ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’ (এনসিএজি)-কে পুরো সমর্থন দেওয়া হচ্ছে। ১৫ জন ফিলিস্তিনি টেকনোক্র্যাট নিয়ে গঠিত এই কমিটির নেতা হলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক উপমন্ত্রী আলী শাথ। কমিটি ইতিমধ্যে মিশরের কায়রোতে তাদের প্রথম মিটিং করেছে।

ট্রাম্প জানিয়েছেন, তার মূল লক্ষ্য হামাসের কাছ থেকে সব অস্ত্র ছিনিয়ে নেওয়া আর গাজার সুড়ঙ্গ নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস করা।
কিন্তু এই নতুন ধাপ নিয়ে ইসরায়েল আর হামাসের মধ্যে তুমুল ঝগড়া চলছে। হামাস বলছে, তারা শান্তি প্রক্রিয়াকে সম্মান করে, কিন্তু ইসরায়েলি দখলদারিত্ব থাকলে অস্ত্র ছাড়বে না।
অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ট্রাম্পের এই পদক্ষেপগুলো বেশিরভাগ সময়ই প্রতীকী। তার মতে, টেকনোক্র্যাট সরকার গঠন বা দ্বিতীয় ধাপের ঘোষণা কোনো আসল অগ্রগতি নয়, শুধু আনুষ্ঠানিকতা।