এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৭ জানুয়ারী, ২০২৬, ০৪:০১ পিএম

মনিরুল ইসলাম: বয়োজ্যেষ্ঠ নেতার প্রতি সম্মান প্রদর্শনের এক বিরল ও হৃদয়ছোঁয়া দৃশ্যের সাক্ষী হলো দেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক সমাজের শোকসভায় উপস্থিত অতিথি ও নাগরিকরা দেখলেন, কীভাবে একজন দলীয় প্রধান তার দলের বয়োজ্যেষ্ঠ মহাসচিবকে সম্মান জানালেন। শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘটে যাওয়া এই দৃশ্য মুহূর্তেই সবার নজর কাড়ে।
ঘটনাটি ঘটে রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভা চলাকালে। শোকসভা চলার মধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে উপস্থিত হন। তাকে দেখামাত্রই নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরপর দুজনের মধ্যে করমর্দন ও কুশল বিনিময় হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারেক রহমান দাঁড়িয়ে সম্মান জানানোর পর মির্জা ফখরুল তাকে বসতে অনুরোধ করেন। একাধিকবার অনুরোধ করতেও দেখা যায়। একপর্যায়ে মির্জা ফখরুল নিজেই সামনে এগিয়ে এসে তারেক রহমানের হাত ধরে তাকে আসনে বসান।
এই দৃশ্যটি উপস্থিত সবার মাঝেই তাৎপর্যপূর্ণ হিসেবে আলোচিত হয়। গত ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরার পর থেকেই একের পর এক ঘটনায় আলোচনায় আসছেন তিনি। রাজনৈতিক শিষ্টাচার, চেয়ার সংক্রান্ত আচরণ, পা ছুঁয়ে সালাম করতে বারণ, মায়ের জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য—সব মিলিয়ে তিনি প্রশংসিত হয়েছেন বিভিন্ন মহলে।
আজকের এই ঘটনাটিও তেমনই। অনেকের চোখে এটি বিএনপির শীর্ষ নেতৃত্বের পারস্পরিক শ্রদ্ধা, শালীনতা ও ঐক্যের এক শক্ত প্রতীক হয়ে উঠেছে।