ঢাকা, শনিবার, জানুয়ারী ১৭, ২০২৬ | ৪ মাঘ ১৪৩২
Logo
logo

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় নওগাঁজুড়ে দোয়া মাহফিল, ক্রীড়াবিদ থেকে সাংস্কৃতিক অঙ্গনে আবেগঘন আয়োজন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ জানুয়ারী, ২০২৬, ০৪:০১ পিএম

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় নওগাঁজুড়ে দোয়া মাহফিল, ক্রীড়াবিদ থেকে সাংস্কৃতিক অঙ্গনে আবেগঘন আয়োজন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে একাধিক দোয়া মাহফিল। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শনিবার বেলা ১১টায় নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকার একটি কমিউনিটি সেন্টারে জেলার সাবেক ও বর্তমান ক্রীড়াবিদদের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধলু।

এসময় আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল হক রতন, সাবেক ফুটবলার মোসাদ্দেক হোসেন, মোরশেদ তরফদার, আবুল কালাম আজাদ, হামিদ, আজিম, সাজ্জু, রুহুল কুদ্দুস পলাশ, অপু, রনি, বায়দা, সাব্বির, রিপন ও স্বাধীনসহ জেলার সাবেক ও বর্তমান খেলোয়াড়রা।

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এদিকে বিকেলে নজরুল একাডেমির উদ্যোগে শহরের তথ্য অফিস চত্বরে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আরেকটি দোয়া মাহফিল ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা কমান্ড কমিটির আহ্বায়ক ও নজরুল একাডেমির সভাপতি এস এম সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধলু।

এছাড়াও শহরের খাসনওগাঁ ঈদগাহ মাঠে, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পিরোজপুর এলাকায় এবং সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পৃথক পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।