ঢাকা, শনিবার, জানুয়ারী ১৭, ২০২৬ | ৪ মাঘ ১৪৩২
Logo
logo

‘বর্ডার টু’ ট্রেলার প্রকাশ, সানি দেওলের এক সংলাপে নেটিজেনদের তোলপাড় সৃষ্টি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ জানুয়ারী, ২০২৬, ০৪:০১ পিএম

‘বর্ডার টু’ ট্রেলার প্রকাশ, সানি দেওলের এক সংলাপে নেটিজেনদের তোলপাড় সৃষ্টি

বলিউডের অতি জনপ্রিয় সিনেমা ‘বর্ডার’-এর সিক্যুয়েল ২৭ বছর পর আসছে পর্দায়। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘বর্ডার-টু’ সিনেমার ট্রেলার, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা সানি দেওল।

‘বর্ডার-টু’তে সানি দেওল মেজর চাঁদপুরীর চরিত্রে অভিনয় করেছেন। ট্রেলারের এক দৃশ্যে মেজর চাঁদপুরী হুঙ্কার দিয়ে বলেন, “আমাদের গর্জন যেন লাহোর অবধি শোনা যায়…”। যুদ্ধভিত্তিক এই সিনেমার ট্রেলারে দেখা যায় কমান্ডিং, যুদ্ধাস্ত্র, যুদ্ধক্ষেত্র—সাথে প্রেম ও মানবিক গল্পও।

তবে ট্রেলারের একটি সংলাপ বিশেষভাবে নেটিজেনদের নজর কাড়েছে। দৃশ্যে সানি পাকিস্তানকে উদ্দেশ্য করে বলেন, “তোমরা আমাদের কী হারাবে? আরে, তোমাদের পাকিস্তানে তত মানুষ নেই, যতগুলো ছাগল আমাদের এখানে ঈদে কোরবানি হয়।”

সিনেমাটি পরিচালনা করেছেন অনুরাগ সিং। মুখ্য চরিত্রে সানি দেওলের পাশাপাশি দেখা যাবে বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ, আহান শেঠি এবং একঝাঁক বলিউড তারকাকে।

‘বর্ডার-টু’ মুক্তি পাবে ২০২৬ সালের সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে, যা দর্শকদের জন্য হতে যাচ্ছে বড় এক আকাশচুম্বি আকর্ষণ।