ঢাকা, শনিবার, জানুয়ারী ১৭, ২০২৬ | ৪ মাঘ ১৪৩২
Logo
logo

ছয় দশকের ক্যারিয়ারে বহু সাফল্য, তবুও অমিতাভ বচ্চনের মনে রয়ে গেছে এক আক্ষেপ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ জানুয়ারী, ২০২৬, ০৫:০১ পিএম

ছয় দশকের ক্যারিয়ারে বহু সাফল্য, তবুও অমিতাভ বচ্চনের মনে রয়ে গেছে এক আক্ষেপ

বলিউডের শাহী অভিনেতা অমিতাভ বচ্চন অনেক দিন আগেই আশির কোঠা পেরিয়ে গেছেন। বয়স বাড়লেও তিনি কাজের ক্ষেত্র থেকে একদমই দূরে নন। ছয় দশক আগে বড়পর্দা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন এই শাহেনশাহ। তার পর থেকে সময়ের সঙ্গে সঙ্গে টেলিভিশন, বিজ্ঞাপন, অনলাইন মিডিয়া—প্রায় সব মাধ্যমে তিনি সমানতালে কাজ করেছেন।

তার টেলিভিশন শো কেবিসি-র জনপ্রিয়তা অনস্বীকার্য। তবে বিভিন্ন মাধ্যমে নিজেকে মানিয়ে নিতে গিয়ে বিগবি কিছুটা ক্লান্তি অনুভব করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, নতুন নতুন মাধ্যমের সঙ্গে মানিয়ে নেওয়া তাঁর জন্য মোটেও সহজ ছিল না।

অমিতাভ বচ্চন বলেন, তিনি চেয়েছিলেন বদলে যাওয়ার সংস্কৃতির সঙ্গে একাত্ম হতে। তবে এই প্রক্রিয়াটি খুব কঠিন মনে হয়েছে তার। নিজের ব্লগেও তিনি লিখেছেন, “যদি আগে থেকেই এই সংস্কৃতির সঙ্গে খাপ খাইতে শিখতাম, হয়তো আরও ভালো হতো।” এই মন্তব্যে তার আক্ষেপও প্রকাশ পেয়েছে।

ছয় দশক ধরে ক্যারিয়ারে বহু কাজ, সাফল্য এবং জনপ্রিয়তার মাঝেও অমিতাভ বচ্চনের এই ব্যক্তিগত ভাবনা তাকে আরও মানবিকভাবে পরিচিত করেছে।