এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৭ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ পিএম

ফুটবলের বর্তমান যুগের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন অধিনায়ককে সৌদি আরবে আনার জন্য আকাশচুম্বী অর্থ খরচ করতে একদম প্রস্তুত ছিল আল-ইত্তিহাদ ক্লাব। ক্লাব সভাপতি আনমার আল হাইলি স্পষ্ট করে বলেছেন, মেসিকে পেতে হলে ২০ হাজার কোটি টাকার বেশি খরচ করতেও তারা দ্বিধা করতেন না। এমনকি রাজি হলে তাকে ‘আজীবন’ চুক্তির অবিশ্বাস্য অফারও দিতে প্রস্তুত ছিলেন তারা!
২০২৩ সালে যখন মেসি পিএসজি ছাড়ার ঘোষণা দেন, তখনই কোমর বেঁধে নামে আল-ইত্তিহাদ। শুরুতে বছরে ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিলেও, পরে সেই অফার বাড়তে বাড়তে ১.৪ বিলিয়ন ইউরোতে গিয়ে ঠেকে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২০ হাজার কোটি! কিন্তু এত বড় অফার ফিরিয়ে দিয়ে মেসি চলে যান যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে।
কেন এত বড় প্রস্তাব ফিরিয়ে দিলেন মেসি? আল হাইলির মতে, এর পেছনে মূল কারণ ছিল মেসির পরিবার। তিনি বলেন, “মেসির সঙ্গে কথা বলে আমি বুঝেছি, তার কাছে পরিবারের সুখ টাকার চেয়ে অনেক বড়। তিনি এক মুহূর্তও দ্বিধা করেননি। তার এই সিদ্ধান্তকে আমি পুরোপুরি শ্রদ্ধা জানাই।”
গত অক্টোবরে ইন্টার মায়ামির সঙ্গে মেসি চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত। ফলে সৌদি প্রো লিগে তাকে দেখার সম্ভাবনা এখন অনেক কম। তবুও হাল ছাড়ছেন না আল হাইলি।
তিনি বলেন, “মেসিকে আমাদের জার্সি গায়ে সৌদি মাঠে দেখার কোনো আর্থিক মূল্য হয় না। লিগ শুরু হওয়ার আগেই আমরা শিরোপা উদযাপন করতাম। কারণ তখন আমাদের দলে থাকতেন ইতিহাসের সেরা খেলোয়াড়!”
এখানে দেখুন মেসির সেই অবিশ্বাস্য অফারের সময়ের কয়েকটি ছবি – সৌদির স্বপ্ন যেভাবে ভেঙে গেল: