ঢাকা, রবিবার, জানুয়ারী ১৮, ২০২৬ | ৪ মাঘ ১৪৩২
Logo
logo

জমকালো আয়োজনে শেষ হল রেসিডেনসিয়াল মডেল কলেজের ৬৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা"


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ পিএম

জমকালো আয়োজনে শেষ হল রেসিডেনসিয়াল মডেল কলেজের ৬৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা"

জমজমাট আয়োজনে শেষ হলো ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ৬৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ১১ জানুয়ারি শুরু হয়ে ১৭ জানুয়ারি পুরস্কার বিতরণীর মাধ্যমে এই পাঁচ দিনব্যাপী ক্রীড়া উৎসবের পরিসমাপ্তি ঘটে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব এবং কলেজ বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান রেহানা পারভীন। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষপত্নী নাহিদ শামীম রূপা।

এছাড়া কলেজ বোর্ডের অন্যান্য সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের উঁচু পদস্থ কর্মকর্তা, ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, আমন্ত্রিত অতিথি, এবং কলেজের শিক্ষক-কর্মচারী, ছাত্র ও তাদের অভিভাবকরা এই জমকালো সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খেলা শেষে ফলাফল ঘোষণায় দেখা যায়, জুনিয়র শাখায় চ্যাম্পিয়ন হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিন হাউস এবং রানার্স আপ হয়েছে ড. কুদরত-ই-খুদা হাউস। আর সিনিয়র শাখায় চ্যাম্পিয়ন হয়েছে ড. মুহম্মদ শহীদুল্লাহ হাউস এবং রানার্স আপ হয়েছে ফজলুল হক হাউস।

ব্যক্তিগত সাফল্যের দিক থেকে জুনিয়র শাখার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী সিয়াম আহসান। আর সিনিয়র শাখায় সেরা খেলোয়াড়ের পুরস্কারটি যৌথভাবে পেয়েছেন নবম শ্রেণির আবরার আল নাহিয়ান রাফসান এবং একাদশ শ্রেণির আব্দুল্লাহ সৈকত।

পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তাদেরকে দেশের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। পড়ালেখার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে উজ্জ্বল হতে হবে।

অনুষ্ঠানের সভাপতি এবং কলেজ অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন তার বক্তব্যে ছাত্রদের শারীরিক ও মানসিকভাবে উন্নত হওয়ার পাশাপাশি লেখাপড়া এবং জীবনের সর্বক্ষেত্রে শৃঙ্খলার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, খেলাধুলা একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।