ঢাকা, মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩ | ৭ চৈত্র ১৪২৯
Logo
logo

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বন্যহাতির আক্রমণে বৃদ্ধ কৃষকের মৃত্যু


মো. মুগনিউর রহমান মনি   প্রকাশিত:  ০৩ আগস্ট, ২০২২, ১১:৩০ এএম

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বন্যহাতির আক্রমণে বৃদ্ধ কৃষকের মৃত্যু


শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার মেঘালয়ের পাদদেশে অবস্থিত পাহাড়ী পল্লী মায়াঘাসি পাহাড়চূড়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২ আগস্ট দিবাগত রাত ১০ টার দিকে ঘটনাস্থল থেকে কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মো: ছমেদ আলী (৬৫) ওরফে আহালু  নালিতাবাড়ী উপজেলার মায়াঘাসি গ্রামের মৃত অসীম উদ্দিনের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে মায়াঘাসি গ্রামের বৃদ্ধ কৃষক ছমেদ আলী মায়াঘাসি পাহাড়ে গবাদি পশুর জন্য ঘাস কাটতে যায়। এরপর থেকেই নিখোঁজ হন তিনি। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি ফিরে না আসায় আত্মীয় স্বজন তাঁর সন্ধানে পাহাড়ে খোঁজ করতে গেলে পাথরছিলা পাহাড়ে পিষ্ট বা থেতলে যাওয়া অবস্থায় রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে বন বিভাগের কর্মী ও স্থানীয় লোকজনসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে যেয়ে রাত দশটার দিকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম জানান, ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের গোপালপুর বিট সংলগ্ন নালিতাবাড়ীর শেষ সীমান্তে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত কৃষকের বাড়ি মায়াঘাসি গ্রামে। তাঁর (মৃত ছমেদ আলী) পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে ক্ষতিপূরণ পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বাদল জানান, ঘটনা শোনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌছেছে এবং পরবর্তী করণীয় কাজ অব্যাহত রেখেছে। 

ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা এ কে এম রহুল আমিন বলেন, গত কয়েকদিন যাবত বন্যহাতির দলটি খাদ্যের সন্ধানে মায়াঘাসি পাহাড়ের গহীনে অবস্থান করছিল। এতে ধারণা করা হচ্ছে, ঘাস কাটার সময় বন্যহাতি তার উপর আক্রমণ চালিয়ে পায়ে পিষ্ট করে হত্যা করে।