ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০
Logo
logo

অভিযানের মাঝে অসুস্থ জওয়ান, মধ্যরাতে কৃষ্ণনগরে নামল বায়ুসেনার এয়ার অ্যাম্বুলেন্স


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৯ পিএম

অভিযানের মাঝে অসুস্থ জওয়ান, মধ্যরাতে কৃষ্ণনগরে নামল বায়ুসেনার এয়ার অ্যাম্বুলেন্স

অভিযানের মাঝে অসুস্থ জওয়ান, মধ্যরাতে কৃষ্ণনগরে নামল বায়ুসেনার এয়ার অ্যাম্বুলেন্স

মানুষের প্রয়োজনে দীর্ঘদিন ধরেই কাজ করে এসেছে বায়ুসেনা (Indian Air Force)। বন্যাত্রাণ থেকে শুরু করে বিভিন্ন রকমের উদ্ধারকাজ, সবেতেই সাহায্য মিলেছে ইন্ডিয়ান এয়ার ফোর্সের। আর এবার বিএসএফের (BSF) এক জওয়ানকে বাঁচাতে আবারও ত্রাতার ভূমিকায় সেই বায়ুসেনা। রবিবার গভীর রাতে এয়ার অ্যাম্বুলেন্স (ambulance) নিয়ে কৃষ্ণনগরে (Krishnanagar) নামল ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার।

জানা গেছে, একই অভিযান চলাকালীন শনিবার গুরুতর আহত হয়ে পড়েন নদিয়ার কৃষ্ণনগরের ১৪১ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল সাবির আহমেদ ওয়ানি। প্রাথমিক চিকিৎসার পরেও তাঁর অবস্থার উন্নতি হয়নি। তখন তাঁকে কলকাতায় নিয়ে আসার পরিকল্পনা করা হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থা বিচার করলে সড়কপথে কলকাতায় আনার মত সময় কারও হাতে ছিল না।

তখন ডাক পড়ে ভারতীয় বায়ুসেনার। খবর পাওয়া মাত্রই রবিবার মাঝরাতে এমআই ১৭ ভি-৫ এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে কৃষ্ণনগরে পৌঁছে যান বায়ুসেনার জওয়ানরা। সেনাবাহিনীর ওই হেলিকপ্টারে ছিল অভিজ্ঞ মেডিক্যাল টিম। এছাড়া দক্ষ ক্রু-সদস্যরাও ছিলেন। সকলের সহযোগিতায় মাঝরাতেই সাবিরকে কলকাতা বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে। সেই অভিযান নিরাপদেই সম্পন্ন হয়েছে।


খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে