ঢাকা, বুধবার, অক্টোবর ৯, ২০২৪ | ২৪ আশ্বিন ১৪৩১
Logo
logo

আশুলিয়ায় ৩শ বাসা-বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৮ অক্টোবর, ২০২২, ০৯:১০ পিএম

আশুলিয়ায় ৩শ বাসা-বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

আশুলিয়ায় ৩শ বাসা-বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

ঢাকার আশুলিয়ায় প্রায় ৩শ বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন ডিসট্রিবিউশন কোম্পানি। এসময় জব্দ করা হয়েছে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ ও রাইজার।

সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত আশুলিয়ার উত্তর গোমাইল এলাকার এই উচ্ছেদ অভিযান চালায় সাভার তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন ডিসট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ।

সাভার তিতাস কর্তৃপক্ষ জানায়, অভিযান পরিচালনা করা এলাকায় তিতাসের মেইন লাইন থেকে অবৈধভাবে নিম্নমানের পাইপ ব্যবহার করে একটি চক্র বিভিন্ন বাসাবাড়িতে ঝুকিপূর্ণভাবে গ্যাস সংযোগ দিয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় প্রায় দুই কিলোমিটার এলাকাব্যাপী অভিযান চালিয়ে জব্দ করা হয় অবৈধ সংযোগ নিতে ব্যবহৃত পাইপ ও রাইজার। এছাড়া প্রায় ৩শ বাসাবাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাস কর্তৃপক্ষ আরো জানায়, এই এলাকায় দুষ্কৃতকারীরা প্রভাবশালীদের ছত্রছায়ায় রাতের আধারে সংযোগ দিচ্ছে তাই বার বার সংযোগ বিচ্ছিন্ন করা হলেও একই স্থানে আবার অবৈধ সংযোগ দেয়া হচ্ছে। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।