ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১
Logo
logo

ইরানের শাহ চেরাগ মাজারে সন্ত্রাসী হামলায় নিহত ১৫, আহত ৪০


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ অক্টোবর, ২০২২, ০৭:১০ পিএম

ইরানের শাহ চেরাগ মাজারে সন্ত্রাসী হামলায় নিহত ১৫, আহত ৪০

ইরানের শাহ চেরাগ মাজারে সন্ত্রাসী হামলায় নিহত ১৫, আহত ৪০

ইরানের ঐতিহাসিক শিরাজ নগরীর জনপ্রিয় শাহ চেরাগ মাজারে আজ বিকেলে এক সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৫ জন নিহত ৪০ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে দুই শিশু ও একজন নারী রয়েছে।

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফার্স প্রদেশের গভর্নরের রাজনৈতিক, নিরাপত্তা, ও সামাজ বিষয়ক উপ-পরিচালক ইসমাইল মোহেব্বিপুর ঐ হতাহতের কথা জানিয়েছেন। 

বার্তা সংস্থা ফার্স  জানিয়েছে, তিন সন্ত্রাসী স্বয়ংক্রিয় কালাশনিকভ রাইফেল দিয়ে বিকেল পৌনি ছয়টা নাগাদ শাহ চেরাগ মাজারের বাইরে জিয়ারতকারীদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে ঐ হতাহতের ঘটনা ঘটে। তবে ইরানের নিরাপত্তাবাহিনীর সদস্যরা দুই সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে