ঢাকা, শনিবার, জুলাই ২৭, ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১
Logo
logo

টাকায় লক্ষ্মী-গণেশের ছবি ছাপানোর দাবি কেজরিওয়ালের, বিজেপির সমালোচনা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ অক্টোবর, ২০২২, ০৭:১০ পিএম

টাকায় লক্ষ্মী-গণেশের ছবি ছাপানোর দাবি কেজরিওয়ালের, বিজেপির সমালোচনা

টাকায় লক্ষ্মী-গণেশের ছবি ছাপানোর দাবি কেজরিওয়ালের, বিজেপির সমালোচনা

ভারতে অর্থনীতির হাল ফেরাতে টাকায় হিন্দুদের আরাধ্য দেবতা লক্ষ্মী-গণেশের ছবি ছাপানোর দাবি জানালেন আম আদমি পার্টির (আপ) প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ (বুধবার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে তিনি ওই দাবি জানানিয়েছেন।

কেজরিওয়াল আজ বলেন, ‘আমরা সবাই দেখতে পাচ্ছি, কিছুতেই দেশের অর্থনীতির হাল ফিরছে না। আমরা সবাই চাই ভারত যেন উন্নত দেশে পরিণত হয়, কিন্তু এ জন্য কঠোর পরিশ্রম করে অনেক কাজ করতে হবে। কিন্তু একটা কথা, আপনার সব প্রয়াস সফল হবে তখনই, যখন দেবদেবীর আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে।’     

তিনি বলেন, ‘আজ, আমি কেন্দ্রীয় সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে চাই,  ভারতীয় নোটের উপরে এক দিকে গান্ধীজির ছবি রয়েছে। সেটা তেমনই থাকা উচিত। কিন্তু অন্য দিকে, শ্রী গনেশজী ও শ্রী লক্ষ্মীজীর ছবি ছাপা হোক।’   

কেজরিওয়ালের দাবি- ‘এই দুই দেবদেবীর অনুগ্রহ থাকলেই মানুষ সমৃদ্ধির মুখ দেখতে পারে। যেটা আমাদের অর্থনীতিতে বর্তমানে অনুপস্থিত।’  তিনি আরও বলেন, ‘ইন্দোনেশিয়ার দিকে তাকান। সেখানে ২/৩ শতাংশ হিন্দু জনসংখ্যা আছে। কিন্তু ওদের নোটের উপর গণেশজীর ছবি আছে। ইন্দোনেশিয়া করতে পারলে আমরা কেন পিছিয়ে থাকব!’

তিনি বলেন, ‘ওই দাবি জানিয়ে আমি প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখব। কারণ, এখন যা পরিস্থিতি তাতে মানুষের প্রচেষ্টার পাশাপাশি ভগবানের করুণারও দরকার হয়ে পড়েছে। এ ছাড়া হবে না।’ 

কেজরিওয়ালের বক্তব্য প্রসঙ্গে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র তাকে নিশানা করে তাকে ইউ-টার্ন নেওয়া ব্যক্তি বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘অরবিন্দ কেজরিওয়াল কয়েকদিন আগে সংবাদ সম্মেলনে বলেছিলেন, আপনি যদি ভুল করে দীপাবলি উদযাপন করেন তবে আপনাকে জেলে যেতে হবে। আজ হঠাৎ তাকেই লক্ষ্মীজি এবং গণেশজির কথা বলতে দেখা যাচ্ছে। দীপাবলি হল লক্ষ্মীজি এবং  গণেশজির উত্সব এবং আমরা দেখছি, দীপাবলি উদযাপনের জন্য কারাগারে পাঠানোর হুমকি দেওয়া ব্যক্তি কী ধরণের ইউ-টার্ন নিচ্ছে।’  

অন্যদিকে, বিজেপির সুনীল যাদব, যিনি কেজরিওয়ালের বিরুদ্ধে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তিনি কেজরিওয়ালের একটি পুরানো পোস্ট শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেছেন, ‘এই কেজরিওয়াল নামক কলিযুগী কালনেমি কী হিন্দু ধর্মের পরিজন হতে পারে? তার বাস্তবতা জনগণ অবগত হয়েছে।’     

অন্যদিকে, দিল্লির বিজেপি এমপি পরবেশ বর্মাও কেজরিওয়ালকে নিশানা করে এক বার্তায় বলেছেন, ‘হিন্দু দেব-দেবীদের অপমানকারী এবং কেজরিওয়ালের পক্ষ থেকে স্বস্তিকায় ঝাড়ু দেওয়া,  রাম মন্দির নির্মাণের বিরোধিতাকারী ‘আপ’ নেতাদের রাজনৈতিক দোকানে ধস নামতে শুরু করেছে। তাই নৈরাজ্যবাদী কেজরিওয়াল এখন গণেশজি, মা লক্ষ্মীজিকে স্মরণ করছেন।’  ‘আপ’-এর নাটকের সমাপ্তি ঘনিয়ে এসেছে’ বলেও মন্তব্য করেছেন বিজেপি এমপি পরবেশ বর্মা। 
।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে