ঢাকা, শনিবার, এপ্রিল ২০, ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১
Logo
logo

ফেরাউনের প্যারিস ভ্রমন!


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২২, ১২:০৪ পিএম

ফেরাউনের প্যারিস ভ্রমন!

ফেরাউনের প্যারিস ভ্রমন!

এটা ফেরাউনের পাসপোর্ট! ফেরাউনের মমি ফ্রান্সে নেওয়ার জন্য এই পাসপোর্টটি মিশর সরকার ১৯৭৪ সালে ফেরাউনের নামে ইস্যু করে। সেখানে ফেরাউনের জন্মসাল দেখাচ্ছে খ্রীস্টপূর্ব ১৩০৩ আর  খ্রীস্টপূর্ব ১২০৭ এ ফেরাউন ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করে।

এবং সব থেকে আশ্চর্যজনক কথা হচ্ছে ফেরাউনের লাশ যখন ফ্রান্সে নেওয়া হয় বিমান থেকে নামার পর ফেরাউনের লাশ কে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়|কারণ ফেরাউন একসময় মিশরের রাষ্ট্রপ্রধান ছিলেন|ফ্রান্সের নিয়ম অনুযায়ী পৃথিবীর প্রত্যেকটি দেশের রাষ্ট্রপ্রধান কে এই লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়| তাই মৃত অবস্থায় ফেরাউন ও লালগালিচা সংবর্ধনা পেয়েছিলেন|