ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১
Logo
logo

মার্কিন যুক্তরাষ্ট্র পতনের দিকে এগিয়ে যাচ্ছে: ইরানের বাসিজ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২২, ০৯:১১ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্র পতনের দিকে এগিয়ে যাচ্ছে: ইরানের বাসিজ

মার্কিন যুক্তরাষ্ট্র পতনের দিকে এগিয়ে যাচ্ছে: ইরানের বাসিজ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের প্রধান গোলাম রেজা সোলাইমানি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র পতনের মুখে রয়েছে। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবার আগে দেওয়া এক ভাষণে এ কথা বলেন।

গোলাম রেজা সোলাইমানি আরও বলেছেন- সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা এখন এমন অবস্থায় পৌঁছেছে যে, তারা ব্যাপক সামরিক ও অর্থনৈতিক শক্তির অধিকারী হওয়া সত্ত্বেও আমেরিকার বাইরে কোনো প্রভাব বিস্তার করতে সক্ষম নয়। এখন তারা ক্রমেই পতনের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন- বিজ্ঞান, অর্থনীতি, সংস্কৃতি, সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে শক্তির কেন্দ্র হতে চলেছে প্রাচ্য। শক্তির কেন্দ্র পাশ্চাত্য থেকে প্রাচ্যে স্থানান্তরিত হচ্ছে।

পাশ্চাত্যের যুক্তি ও দাবি বিশ্বের কাছে আকর্ষণ হারিয়েছে বলে তিনি জানান।

সোলাইমানি বলেন, পাশ্চাত্য যে সভ্যতার কথা বলছে তা এখন সেখানকার অধিবাসীদের কাছেই প্রত্যাখ্যাত।

ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকেই  আমেরিকার নেতৃত্বে পশ্চিমা শাসক গোষ্ঠী ইরানের বিরুদ্ধে শত্রুতা করে আসছে এবং নিষেধাজ্ঞাসহ নানা উপায়ে ইরানকে ঘায়েল করার চেষ্টা করে যাচ্ছে।
 খবর পার্সটুডে/ এনবিএস/২০২২/একে