ঢাকা, শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১
Logo
logo

বাইপাসের ডিভাইডারে উঠে পড়ল দ্রুতগতির চারচাকা! জখম ট্র্যাফিক পুলিশ-সহ একাধিক


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২২, ০৯:১১ পিএম

বাইপাসের ডিভাইডারে উঠে পড়ল দ্রুতগতির চারচাকা! জখম ট্র্যাফিক পুলিশ-সহ একাধিক

বাইপাসের ডিভাইডারে উঠে পড়ল দ্রুতগতির চারচাকা! জখম ট্র্যাফিক পুলিশ-সহ একাধিক

 রবিবার বিকেলে বড়সড় দুর্ঘটনা (Road Accident) ঘটে গেল কলকাতার ইএম বাইপাসে (EM Bypass)। বেলেঘাটার দিক থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিল একটি দ্রুতগতির চারচাকা গাড়ি। বেঙ্গল কেমিক্যালের সিগনালে পৌঁছে নিয়ন্ত্রণ হারায় সেটি। স্পিডে থাকার কারণেই সটান ডিভাইডারে ধাক্কা মেরে উপরে উঠে যায় গাড়িটি।
পুলিশ সূত্রের খবর, সে সময়ে ডিভাইডারের উপরে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন পথচারী আহত হন। জখম হন ঘটনাস্থলে মোতায়েন থাকা ট্র্যাফিক কনস্টেবলও। ওই চার চাকা গাড়ির চালক এবং যাত্রীরাও আহত হয়েছেন।
এই দুর্ঘটনার ফলে বেঙ্গল কেমিক্যাল বাইপাসের সিগনালে তীব্র যানজট হয়। ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ।
/

খবর  দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে