ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১
Logo
logo

 কাতারে খেলা দেখতে স্টেডিয়ামে নোরা ফাতেহি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২২, ১২:১১ পিএম

 কাতারে খেলা দেখতে স্টেডিয়ামে নোরা ফাতেহি

 কাতারে খেলা দেখতে স্টেডিয়ামে নোরা ফাতেহি

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে কাতার পৌঁছেছেন বলিউড তারকা নোরা ফাতেহি। বিডিনিউজ২৪

মঙ্গলবার দোহায় পৌঁছে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে খেলা দেখতে স্টেডিয়ামে হাজির হন তিনি।

নেদারল্যান্ডস-কাতার খেলা চলার সময় আল বাইত স্টেডিয়ামে দেখা যায় নোরাকে। গ্যালারিতে বসে বিশ্বকাপের অফিসিয়াল গান ‘লাইট দ্য স্কাই’ গাইতে এবং তার সঙ্গে নাচতে দেখা যায় ‘দিলবার গার্ল’কে।

সেই  তিনি ইনস্টাগ্রামে শেয়ার করলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়     
   
আরব শিল্পীদের মধ্যে নোরা ফাতেহিরই ইনস্টাগ্রামে সবচাইতে বেশি ফলোয়ার বলে এ ফিফার এক বিবৃতিতে জানানো হয়। তার ফলোয়ার সংখ্যা এখনই ৪ কোটি ২০ লাখ।

মঙ্গলবারই ফিফা ফ্যান ফেস্টে নোরার ঘণ্টাব্যাপী নাচার কথা রয়েছে। দোহার আল বিদ্যা পার্কে অনুষ্ঠেয় ফিফা ফ্যান ফেস্টিভ্যালে নোরার পাশাপাশি আরও কয়েকজন বিশ্বখ্যাত শিল্পীরও যোগ দেওয়ার কথা।

এই ফ্যান ফেস্টের আমন্ত্রণ জানিয়েছিলেন নোরা ফাতেহি

এনবিএস/ওডে/সি