ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১
Logo
logo

সৌদি-চীনা বিবৃতির বিষয়ে প্রতিক্রিয়া জানালেন ইরানের ভাইস প্রেসিডেন্ট


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২২, ০৯:১২ পিএম

সৌদি-চীনা বিবৃতির বিষয়ে প্রতিক্রিয়া জানালেন ইরানের ভাইস প্রেসিডেন্ট

সৌদি-চীনা বিবৃতির বিষয়ে প্রতিক্রিয়া জানালেন ইরানের ভাইস প্রেসিডেন্ট

চীন ও সৌদি আরবের যৌথ বিবৃতির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ জামশিদি বলেছেন, আমাদের চীনা সহযোগীদের জানা উচিত সৌদি আরব ও আমেরিকা, সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ও আল কায়েদার প্রতি সমর্থন ও সহযোগিতা দিয়েছে এবং ইয়েমেনে পাশবিক সামরিক আগ্রাসনের মাধ্যমে সেদেশকে ধ্বংসযজ্ঞে পরিণত করেছে। আর এই অবস্থায় ইরান সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করেছে যাতে এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরে আসে এবং প্রাচ্য ও পাশ্চাত্যে সন্ত্রাসবাদ ছড়িয়ে না পড়ে।


 

চীনের প্রেসিডেন্ট শি জিন পিং'র সৌদি আরব সফরকালে যে যৌথ বিবৃতি প্রকাশিত হয়েছে তাতে অন্য দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে ইরানের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এই বিবৃতিতে সুপ্রতিবেশীসুলভ আচরণ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ'র সঙ্গে সহযোগিতা করতে ইরানের প্রতি আহ্বান জানানো হয়েছে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে