ঢাকা, শনিবার, জুলাই ২৭, ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১
Logo
logo

নয় বছর পর বাড়ি ফিরছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটার 


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০১ মে, ২০২২, ০৯:০৫ পিএম

নয় বছর পর বাড়ি ফিরছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটার 

নয় বছর পর বাড়ি ফিরছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটার 

এবারের আইপিএলের আসরে টানা আট ম্যাচ হারের পর অবশেষে নবম ম্যাচে জয়ের দেখা পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। জয়ের পর অবশেষে নয় বছরের বিরতির অবসান ঘটিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মুম্বাইয়ের কুমার কার্তিক।

শনিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে মুম্বাই। যেখানে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানের বেশি করতে পারেনি রাজস্থান। তাদেরকে এতো অল্প রানে বেঁধে ফেলার অন্যতম কারিগর ছিলেন আইপিএলে অভিষিক্ত রহস্য স্পিনার কুমার কার্তিক।

ইনজুরিতে আক্রান্ত আরশাদ খানের বদলি হিসেবে কুমার কার্তিককে দলে নেওয়ার ঘোষণা দেয় মুম্বাই। একদিন পর শনিবারই অভিষেক হয়ে গেছে তার। আর প্রথম ম্যাচে ৪ ওভারের স্পেলে খরচ করেছেন মাত্র ১৯ রান, নিয়েছেন রাজস্থান অধিনায়ক সানজু স্যামসনের উইকেট।