ঢাকা, শনিবার, জুলাই ২৭, ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১
Logo
logo

ওয়ানডেতে দশম ডাবল সেঞ্চুরি হাঁকালেন শুভমান গিল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ জানুয়ারী, ২০২৩, ০৯:০১ পিএম

ওয়ানডেতে দশম ডাবল সেঞ্চুরি হাঁকালেন শুভমান গিল

ওয়ানডেতে দশম ডাবল সেঞ্চুরি হাঁকালেন শুভমান গিল

 সম্প্রতি বাংলাদেশ সফরে ওয়ানডেতে ৯ম ডাবল সেঞ্চুরি করেছিলেন ইশান কিশান। এবার এই রেকর্ডে ভাগ বসালেন আরেক ভারতীয় ব্যাটার শুভমান গিল। হায়দ্রাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ২০৮ রানের ইনিংস খেলেছেন ভারতীয় এই ওপেনার।

গিল ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকানো ইতিহাসের দশম ব্যাটার । এ নিয়ে ভারতের পাঁচজন ব্যাটার সাতবার এই কীর্তি দেখালেন। এর মধ্যে রোহিত শর্মার একারই আছে তিনটি ডাবল।

রাজীব গান্ধী স্টেডিয়ামে গিলের ডাবল সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ৩৪৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত। অথচ টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬০ রান পায় ভারত। রোহিত ৩৪ করে আউট হন। এরপর বিরাট কোহলি (৮), ইশান কিশান (৫) ব্যর্থ হলে একটা সময় বেশ চাপে পড়ে ভারত। ১১০ রানের মধ্যে হারায় ৩ উইকেট।

সেখান থেকে বলতে গেলে একাই দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান গিল। তাকে কিছুটা সঙ্গ দিয়েছেন সূর্যকুমার (৩১), হার্দিক পান্ডিয়া (২৮)। তবে মূল দায়িত্বটা পালন করেছেন গিলই। ইনিংসের শেষ ওভারে এসে আউট হন এই ব্যাটার। ১৪৯ বলে ১৯ টি চার এবং ৯ টি ছক্কার মারে ২০৮ রান করেন তিনি।

এনবিএস/ওডে/সি